Nojoto: Largest Storytelling Platform

বঙ্গ নারী জন্ম নিলাম মেয়ে হয়ে বাংলা মায়ের কোলে

বঙ্গ নারী
জন্ম নিলাম মেয়ে হয়ে বাংলা মায়ের কোলে 
তখন থেকেই ডাকতো সবাই মিষ্টি সোনা বলে।
ধীরে ধীরে বাড়তে লাগলাম বাংলা মায়ের বুকে বাংলার এই সবুজ রঙে দিন কাটছিল সুখে।
ক্রমে যখন আমি দাড়ালাম, বারো বয়স এ
বাংলা মা শেখালো আমায় বাঁচতে সাহসে।
সমাজে চলছে ধর্ষণ আরো অনেক বাজে,
বাংলা আমাকে গঠন করল কালি দূর্গা সাজে।
ভালবাসতেও শিখিয়েছে মা মানুষ দেখে শুনে
নারীদের প্রতি সন্মান, যার মাথা ভর্তি গুনে।
এছাড়াও আরেকটা আছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য,
সাজতে খুব ভালোবাসি যতই হোক না কষ্ট।
শাড়ি,কপালে টিপ আর চোখে একটু  কাজল
এতেই সকলে জোট হয়ে করতে থাকে গজল।
এই ছিল কিছু বৈশিষ্ট্য আরও বলা চলে
পৃথিবীতে সবাই  চেনে বঙ্গ নারী বলে।। #বঙ্গ নারী
বঙ্গ নারী
জন্ম নিলাম মেয়ে হয়ে বাংলা মায়ের কোলে 
তখন থেকেই ডাকতো সবাই মিষ্টি সোনা বলে।
ধীরে ধীরে বাড়তে লাগলাম বাংলা মায়ের বুকে বাংলার এই সবুজ রঙে দিন কাটছিল সুখে।
ক্রমে যখন আমি দাড়ালাম, বারো বয়স এ
বাংলা মা শেখালো আমায় বাঁচতে সাহসে।
সমাজে চলছে ধর্ষণ আরো অনেক বাজে,
বাংলা আমাকে গঠন করল কালি দূর্গা সাজে।
ভালবাসতেও শিখিয়েছে মা মানুষ দেখে শুনে
নারীদের প্রতি সন্মান, যার মাথা ভর্তি গুনে।
এছাড়াও আরেকটা আছে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য,
সাজতে খুব ভালোবাসি যতই হোক না কষ্ট।
শাড়ি,কপালে টিপ আর চোখে একটু  কাজল
এতেই সকলে জোট হয়ে করতে থাকে গজল।
এই ছিল কিছু বৈশিষ্ট্য আরও বলা চলে
পৃথিবীতে সবাই  চেনে বঙ্গ নারী বলে।। #বঙ্গ নারী
ganeshchpathak3925

Ganesh

New Creator

#বঙ্গ নারী #poem