Nojoto: Largest Storytelling Platform

#হিজিবিজি_লেখা_১ আচ্ছা মনে করুন আপনি কাউকে খুব

#হিজিবিজি_লেখা_১

আচ্ছা মনে করুন আপনি কাউকে খুব মিস করছেন। প্রচন্ড পরিমানে মিস করছেন। ফোনের দিকে তাকিয়ে বসে আছেন ঘন্টার পর ঘন্টা তার একটা ফোন বা মেসেজের অপেক্ষায়। ভাবছেন এই বুঝি তার মেসেজ বা ফোন এলো। বারবার কাজের মাঝে ফোন খুলে চেক করছেন।

কিন্তু না, নাই কোনো মিসডকল আর নাই কোনো মেসেজ।
তখন হয়তো আপনি ভাবছেন তার খুব শ‍রীর খারাপ হয়েছে বা কোনো সমস‍্যার মধ‍্যে আছে। এইসব ভেবে ভেবে আপনি টেনশন করে নিজে থেকেই ফোন করছেন তাকে। কিন্তু ফোনও কেউ রিসিভ করছে না। আপনি আরো টেনশনে মেসেজ পাঠাচ্ছেন। নাহ সে মেসেজ রিসিভ হলেও কোনো রিপ্লাই আপনি পাচ্ছেন না।

তখন আপনি কি করবেন! কাঁদবেন, রাতে শুয়ে শুয়ে তার কথা ভেবে চোখের জল ফেলবেন, তারপর একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরবেন। পরেরদিন সকালে উঠে আবার নিজের কাজে ব‍্যস্ত হয়ে যাবেন, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে তার কথা ভাববেন আর মনখারাপ করবেন।

কিন্তু বিশ্বাস করুন সেই মানুষটা আপনার কথা একটুও ভাবছেন না। তিনি নিজের কাজে এতোই ব‍্যস্ত আছেন যে তার আপনার কথা মনে করার সময় নেই। একটুও সময় নেই... #হিজিবিজি_লেখা_১
#হিজিবিজি_লেখা_১

আচ্ছা মনে করুন আপনি কাউকে খুব মিস করছেন। প্রচন্ড পরিমানে মিস করছেন। ফোনের দিকে তাকিয়ে বসে আছেন ঘন্টার পর ঘন্টা তার একটা ফোন বা মেসেজের অপেক্ষায়। ভাবছেন এই বুঝি তার মেসেজ বা ফোন এলো। বারবার কাজের মাঝে ফোন খুলে চেক করছেন।

কিন্তু না, নাই কোনো মিসডকল আর নাই কোনো মেসেজ।
তখন হয়তো আপনি ভাবছেন তার খুব শ‍রীর খারাপ হয়েছে বা কোনো সমস‍্যার মধ‍্যে আছে। এইসব ভেবে ভেবে আপনি টেনশন করে নিজে থেকেই ফোন করছেন তাকে। কিন্তু ফোনও কেউ রিসিভ করছে না। আপনি আরো টেনশনে মেসেজ পাঠাচ্ছেন। নাহ সে মেসেজ রিসিভ হলেও কোনো রিপ্লাই আপনি পাচ্ছেন না।

তখন আপনি কি করবেন! কাঁদবেন, রাতে শুয়ে শুয়ে তার কথা ভেবে চোখের জল ফেলবেন, তারপর একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরবেন। পরেরদিন সকালে উঠে আবার নিজের কাজে ব‍্যস্ত হয়ে যাবেন, কিন্তু কাজের ফাঁকে ফাঁকে তার কথা ভাববেন আর মনখারাপ করবেন।

কিন্তু বিশ্বাস করুন সেই মানুষটা আপনার কথা একটুও ভাবছেন না। তিনি নিজের কাজে এতোই ব‍্যস্ত আছেন যে তার আপনার কথা মনে করার সময় নেই। একটুও সময় নেই... #হিজিবিজি_লেখা_১
ananyaghosh3090

Ananya Ghosh

New Creator

#হিজিবিজি_লেখা_১ #story #হিজিবিজি_লেখা_১