Nojoto: Largest Storytelling Platform
priyabratabhatta4706
  • 62Stories
  • 50Followers
  • 493Love
    0Views

Priyabrata Bhattacharjee

  • Popular
  • Latest
  • Video
3d750eadea1e9e672d2375c75e59e165

Priyabrata Bhattacharjee

❤️  *সুখের ঘুম* ❤️
✍️ *প্রিয়ব্রত ভট্টাচার্য্য*✍️
সত্য মিথ্যা যা কিছু আছে
  তাই নিয়ে এই ধরণীতল
মিথ্যা বাড়ায় ধনসম্পত্তি
  গুমটি থেকে স্বপিং মল।
সত্য যদিও অবসাদে ভোগে
  ছেড়ে যায় তাকে আপনজন
(তবে) মাথাটা সদাই উঁচু হয়ে থাকে
  নাই বা থাকুক আর পরিজন।
যত বেশি সৎ, তত বেশি দায়
  ভুগতে হয় যে যন্ত্রণা
সব বেদনার মাঝেও রাতে 
  ঘুমটা সুখের, মন্দ  না।

    ✍️ *প্রিয় কথা*✍️

©Priyabrata Bhattacharjee #Love

8 Love

3d750eadea1e9e672d2375c75e59e165

Priyabrata Bhattacharjee

বিখ্যাত পরিচালকের চলচ্চিত্রে শীঘ্রই নবীন প্রতিভার *নেপথ্য গায়িকা* চাই। কোনো টাকা পয়সা লাগবে না। সেপ্টেম্বরেই রেকর্ডিং। 3 টি রবীন্দ্রসঙ্গীত সম্পূর্ণ খালি গলায় একবারেই রেকর্ডিং করে (5 সেকেন্ডের ব্যবধানে শুধুমাত্র স্থায়ী অংশ টুকু পর পর 3 টে গান ) আমার এই  what's App নম্বর এ পাঠিয়ে দিন। এটা পরীক্ষা মূলক নয় , তাই দয়া করে শুধুমাত্র অসাধারন উপস্থাপনা হলেই গানগুলো পাঠাবেন। গান গুলি হলো....
1) আমার মল্লিকা বনে...
2) আমার সকল দুঃখের প্রদীপ..
3) ভালোবেসে সখী নিভৃত যতনে ...
        সঙ্গীত পরিচালক :*প্রিয়ব্রত ভট্টাচার্য্য :  *7003641409*

©Priyabrata Bhattacharjee #Cassette
3d750eadea1e9e672d2375c75e59e165

Priyabrata Bhattacharjee

😟 *AMBARALA* 😟

         তাৎক্ষণিক ভাবে শুধুমাত্র একটা বানান বলতে না পারাটা কখনই তার যোগ্যতার মাপকাঠি হতে পারে না। দয়া করে এই হাসি ঠাট্টা বন্ধ করুন। আমরা আমাদের  ছেলেমেয়েদের উপরই হাসছিনা, হাসছি নিজেদের উপর, নিজেদের শিক্ষার উপর। অশিক্ষার কালো ভূতটা তাই বেরিয়ে পরেছে।আসলে শিক্ষাকে আমরা কলুর বলদের মতন শুধুমাত্র বহন করেগেছি, বাহন করতে পারিনি।ইংরেজ জিতছে আর  বাঙালি তথা বাংলা হেরে যাচ্ছে।পুরো শিক্ষা ব্যবস্থাটাই এর জন্য দায়ি। খুব শীঘ্রই এই পচে যাওয়া পদ্ধতির আমূল পরিবর্তন দরকার, অথবা সাহস থাকলে শুধু বাংলাকে নিয়েই শিক্ষার আলো ছড়িয়ে দিক না! এমন  বহু দেশ তো আছে যারা শুধুমাত্র নিজের মাতৃভাষাকেই সবক্ষেত্রে গুরুত্ব দেয়.!!! আর সেই সাংবাদিক বাবুটিকে বলি আজ আপনি এক  পড়ুয়ার একটা ইংরেজি শব্দের বানান ভুল বলাটাকে  ভিডিও করে রীতিমতো ভাইরাল । একটিবারও কি আপনার মনে হচ্ছে না ... আপনিও শিক্ষা ব্যাবস্থার কঙ্কালসার রূপায়ণের  আরও এক অংশীদার.... কি প্রমাণ করতে চাইলেন...এই সব দেখিয়ে...? নিজেকে বাঙ্গালী পরিচয় দিতে ঘেন্না লাগছে না...? আছে সাহস.. মঞ্চে থাকা লোকগুলোকে "আম্বেলা " বানান জিজ্ঞাসা করার স্পর্ধ্যা?
           ✍️ *প্রিয় কথা* ✍️

©Priyabrata Bhattacharjee #DilKiAwaaz
3d750eadea1e9e672d2375c75e59e165

Priyabrata Bhattacharjee

*"স্বাধীন দেশে পরাধীন বার্তা"* 
আজ ১৫ ই আগস্ট,২০২১..... ভারত বর্ষের স্বাধীন হওয়ার দিন। তিল তিল করে লক্ষ লক্ষ স্বাধীনতা সংগ্রামীদের  আত্ম বলিদানে আজ আমরা স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে সমর্থ হয়েছি।তবে এই প্রসঙ্গে বিতর্কও পিছু ছাড়ছে না। আজ সত্যিই কি আমরা স্বাধীন.....? স্বাধীনতার ৭৫ বছরেও আমরা ১৩৫ কোটি মানুষের এই আস্বাদন কি সকলের কাছে ই একই...রকম !!! নাকি... এর স্বাদ্ এক এক জনের কাছে এক এক রকম... এই প্রশ্ন গুলো আজ খুবই প্রাসঙ্গিক। আমার দেখা এক স্বাধীনতা সংগ্রামীর আর্ত চিৎকার, " এই কাপুরুষ দের জন্যই কি আমাদের এত আত্ম ত্যাগ !! কথার মধ্যে যে ঘৃণা ছিল  বোধকরি সমগ্র সমাজের অধিকাংশ মানুষের সাংস্কৃতিক, রাজনৈতিক ও মানষিকতার অবনমনই এর মূল কারণ।প্রশ্ন একটাই স্বাধীনতা কি সেচ্ছাচারিতায় অভিযোজিত...!!!আজ ,টাকা বা ক্ষমতার চূড়ায় বসে যার যা ইচ্ছা করা যায়...!!! আজ টাকার অঙ্কে মানুষের মান সম্মান জরিফ করা হয়। একজন উচ্চ শিক্ষিত মানুষের মাইনের বিল পাস হয় ক্লাস এইটে হোঁচট খাওয়া কলমের আঁচড়ে। তবুও কাজ করতে হয়, না করলে যে তার  বাচ্চার মুখে অন্নটুকুও জুটবে না ! তাই মুখ বুজে শুধু কর্ম করা।বাক্ স্বাধীনতা,এখন হাস্যকর। তাই প্রতিবাদী না হয়ে আসুন আজকের দিনটি ঘরে বসে একটু খাসির  মাংস এনে একটু ঝাল ঝাল করে কষিয়ে জমিয়ে খান। কি বলছেন... খাসির দাম আমাদের চেয়েও বেশি.....!!! তাহলে মুরগির মাংস নিয়ে আসুন.... আবার কি হলো..!!! ও .... গ্যাসের দাম বেশি..!!! আরে আপনার  MA ,BA ডিগ্রির সার্টিফিকেট গুলো তো আছে, পুড়িয়ে  MA pass চিকেন তন্দুরি বা, BA pass চিকেন কাবাব বানাতেই পারেন,বিশ্বাস করুন এটা বানাতে একটুকুও নুন লাগবে না, চোখের জলই নুনের অভাব পূরণ করে দেবে।  সকলকে স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা।
            ✍️ *প্রিয় কথা* ✍️

©Priyabrata Bhattacharjee #India2021

10 Love

3d750eadea1e9e672d2375c75e59e165

Priyabrata Bhattacharjee

🙏 *সারমেয়র আর্তি* 🙏
✍️ *প্রিয়ব্রত ভট্টাচার্য্য* ✍️

সকাল থেকে ঘুরে ঘুরেও
         পাইনি খাবার রাতদুপুরেও
বাচ্চা গুলো তাকিয়ে থাকে
         একটুখানি খাবার আশে-
সমস্ত দিন খাবার খোঁজে
         জল খেয়ে কি আর পেট ভরে?
কি যেন সব বলে লোকে
         লকডাউন টা মঙ্গলেতেই
তবে কেন পায় না খাবার
         আমার শিশু কোনো বেলাতেই
শীর্ণ দেহে দাঁড়াই যখন
         সারাদিনের ক্লান্তি নিয়ে
শিশুরা সব একই সাথে
         মুখটা বাড়ায় দুধের আশে
জানিনা আদৌ পায় কি কিছু!
         নাকি আলেয়ার পিছু পিছু
জানিনা কবে এই কষ্টের
         কবে যে হবে তার সমাধান
তবে না হয় , মৃত্যু ঘণ্টার
         হাঁকুক না হয় শেষ নিদান
বাঁচার জন্য এই আকুতি
         করতে পারবে পূরণ তুমি -
রেশনের চাল খাও না যারা
         দাও না সেটাই একটু ত্বরা
একফুট এ তেই জীবন বাঁচুক
         একটু আশায় বুক বাঁধুক
জীবন দিয়েও করবো শোধ
         অসীম কৃতজ্ঞতায় -
আমরা জেনো বেইমান নই
         রক্ষক হয়েই থাকবো সদায়
একটু শুধু ভালোবাসা,
         একটুখানি আশা
আমরা অবুঝ, অবলা জীব
         নেই কো মুখে ভাষা
খাদ্য যদি হলে বাড়তি
         দাওনা মোদের এটাই আর্তি।

     🌹❤️ *প্রিয় কথা* ❤️🌹

©Priyabrata Bhattacharjee

8 Love

3d750eadea1e9e672d2375c75e59e165

Priyabrata Bhattacharjee

শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ,শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।💐

©Priyabrata Bhattacharjee

10 Love

3d750eadea1e9e672d2375c75e59e165

Priyabrata Bhattacharjee

❤️ *"Missing you বোন"*❤️
  ✍️ *প্রিয়ব্রত ভট্টাচার্য্য* ✍️

তোর কথা ভাবতে ভাবতে
            চোখে এল জল...
তিনটে বছর গেছে চলে
            তবু স্মৃতিতে উজ্জ্বল।
ছোট্ট যখন বয়স্ তিন..
            আমার পিঠেই কেটেছে দিন।
মিষ্টি করে আধো গলায় 
            ডাকতিস্  ' দাদাভাই '!
হারিয়ে যাওয়া দিনগুলোকে 
            ফিরে পেতে চাই।
প্রথম দিনে স্কুলে তোর
            চোখে জলের ধারা..
সান্ত্বনার হাত তোর মাথাতে
            দিয়েছি তাই ত্বরা।
এর পরেতে প্রথম প্রণাম 
            করলি আমায় এসে..
ক্লাসের মাঝে প্রথম হয়ে
            বৃত্তি পেলি শেষে।
গর্বে আমার বুকটি ফুলে
            উঠলো সবার মাঝে..
এমন বোনের জন্য সবার
            গর্ব করা সাজে।
চাকরি পেয়ে প্রথম আমায়
            দিলি একটি গিটার..
আজও স্নেহের মূর্চ্ছনাতে
            বাঁধা ছয় টি তার।
বিয়ের পরে আজও আছিস্
            আমার ছোট্ট বোন
যতই বাড়ুক দূরত্ব পথের
            মনে আপনজন।
এমনিতে তুই সারাটা বছর
             আছিস্ ঘিরে আমায়
তবে, ভাইফোঁটা আর রাখীর দিনে
             কষ্ট বড় বাড়ায়!
আয় দেখি তুই চুপটি করে
             পেরিয়ে সাত সাগর
হাতের মাঝে পড়িয়ে রাখী
             ফেরাবো সত্তর।
আটকাবো না, দিলাম কথা..
             আয়্ না, সোনা বোন্
ভাই-বোনের এই রাখীর দিনে
             আমার কথা শোন্!
তুই ছাড়া যে, এমন আপন 
             নেইকো আমার কেউ!
তাই ,গুনছি আমি, সাত সাগরের
              তেরো নদী র ঢেউ।

       ❤️ ✍️ *প্রিয় কথা* ✍️❤️

9 Love

3d750eadea1e9e672d2375c75e59e165

Priyabrata Bhattacharjee

ছোট ছোট, দুঃখ সুখ,
          ছোট ছোট আশা,
ছোট ছোট অনুভূতি
          এই নিয়েই বাঁচা।
 তোমার আমার সবার কথা
          জমে নিজের মনে
মনের মত বন্ধু পেলে
          বলোনা সবটা খুলে।
বন্ধু হলে, দুঃখের মাঝে
          সুখটা দেবে খুঁজে
আর ভন্ড হলে, সুখের মাঝে 
          দুঃখ দেবে গুঁজে।
দুঃখ সুখের টানাপোড়েন 
          আজীবনের সাথ
বন্ধু চিনো , যাচাই করে
          সেই করবে মাত।
   💐❤️ @প্রিয় কথা ❤️💐

6 Love

3d750eadea1e9e672d2375c75e59e165

Priyabrata Bhattacharjee

ছোট ছোট, দুঃখ সুখ,
          ছোট ছোট আশা,
ছোট ছোট অনুভূতি
          এই নিয়েই বাঁচা।
 তোমার আমার সবার কথা
          জমে নিজের মনে
মনের মত বন্ধু পেলে
          বলোনা সবটা খুলে।
বন্ধু হলে, দুঃখের মাঝে
          সুখটা দেবে খুঁজে
আর ভন্ড হলে, সুখের মাঝে 
          দুঃখ দেবে গুঁজে।
দুঃখ সুখের টানাপোড়েন 
          আজীবনের সাথ
বন্ধু চিনো , যাচাই করে
          তাতেই হবে মাত।
💐❤️ @প্রিয় কথা ❤️💐

11 Love

3d750eadea1e9e672d2375c75e59e165

Priyabrata Bhattacharjee

*"মানব নামক যন্ত্রের যন্ত্রণা"* 

             স্মৃতি হাতরালে দেখা যাবে... কোনো কোনো ঘটনা আমাদের সকলের জীবনেই এমন ভাবে ঘটে যায় যে..  স্মৃতিরোমন্থ়নের সময় এক অপার আনন্দ অনুভূত হয়ে, স্বত:স্ফূর্তভাবেই ঠোঁটের একচিলতে হাসি, কিছুক্ষণের জন্য সব বেদনাকেই ভুলিয়ে দেয়... আবার কখনও মনের ভিতর গুমড়ে  ওঠে অসহ্য যন্ত্রণা !  চোখ ফেটে বেরিয়ে আসতে চায় অশ্রু ধারা... যন্ত্রণাক্লিষ্ট ভাবাবেগ বিস্ফারিত হতে চায় প্রতিবাদের ভাষায়! কিন্তু হায়..!!! পরক্ষনেই  সেই প্রতিবাদী সত্তা, মুখ থুবড়ে পরে স্বজন প্রীতির অলঙ্ঘনীয় অনুশাসনে...ধীরে ধীরে জীবন যুদ্ধে সামিল হয়ে এক এক জন হয়ে যাই যন্ত্র মানব, আর ফল ভোগ করি তার যন্ত্রণার।

            ✍️ *প্রিয় কথা* ✍️

7 Love

loader
Home
Explore
Events
Notification
Profile