Nojoto: Largest Storytelling Platform
nojotouser4139792443
  • 29Stories
  • 63Followers
  • 94Love
    41Views

মান্নুজা খাতুন

বাঁচতে চেয়েছি যাদের ভরসায় তারাই মেরে যাই প্রতিদিন

  • Popular
  • Latest
  • Video
438b7ba1cd075beaf5e03041474c2423

মান্নুজা খাতুন

ব্যস্ততায়  ভরা জনপদের সাথে
কিছু টা উৎকন্ঠা আর কিছুটা  অপেক্ষায়
প্রতিটি প্রহর যদি কাটে নিঃসঙ্গতায় 
তবে সব বিকেল  ভরা থাকে বিষন্নতায় ।। ব্যস্ততায়  ভরা জনপদের সাথে
কিছু টা উৎকন্ঠা আর কিছুটা  অপেক্ষায়
প্রতিটি প্রহর যদি কাটে নিঃসঙ্গতায় 
তবে সব বিকেল  ভরা থাকে বিষন্নতায় ।।

ব্যস্ততায় ভরা জনপদের সাথে কিছু টা উৎকন্ঠা আর কিছুটা অপেক্ষায় প্রতিটি প্রহর যদি কাটে নিঃসঙ্গতায় তবে সব বিকেল ভরা থাকে বিষন্নতায় ।।

4 Love

438b7ba1cd075beaf5e03041474c2423

মান্নুজা খাতুন

এ আগুনের লেলিহান  শিখায় চলো লিখি 
এ ভুল আর নয় 
পথে নামি হাতে হাত রেখে 
শান্তিপূর্ণ ভাবে 
শুধু মনে জেগে থাক আগুন
বাস্তবে নয় 
মনের আগুনে সাহেব আমার 
জানি জ্বলবে নিশ্চয়। #শান্তিপূর্ণ

#শান্তিপূর্ণ

0 Love

438b7ba1cd075beaf5e03041474c2423

মান্নুজা খাতুন

বুকের মধ্যে জ্বলছে দাবানল 
শহরের বুকে ছিটিয়ে সম্প্রীতির  আন্দোলন 
স্লোগান উসকে দিচ্ছে আগুন 
ক্ষিপ্ত  হচ্ছে মানুষ
সাহেব আমার কানে গুজেছে তুলো 
বাহবা দিচ্ছে তার চেলাচামুণ্ডা গুলো। 
মানুষ  আমার থাকতে চাইছে একেওপরের গলা ধরে 
সাহেব আমার নাড়ছে  মাথা রুচি নেই বলে। 
মানুষ  বলছে চাইছি মোরা সম্প্রতির বন্ধন 
সাহেব আমার বিচ্ছেদের দলিলে দিচ্ছে স্বাক্ষর । 
মানুষ  আমার লক্ষ লক্ষ হাজার কোটি কোটি 
সাহেব আমার গোঁ ধরেছে চলবেই আমার নীতি। বুকের মধ্যে জ্বলছে দাবানল 
শহরের বুকে ছিটিয়ে সম্প্রীতির  আন্দোলন 
স্লোগান উসকে দিচ্ছে আগুন 
ক্ষিপ্ত  হচ্ছে মানুষ
সাহেব আমার কানে গুজেছে তুলো 
বাহবা দিচ্ছে তার চেলাচামুণ্ডা গুলো। 
মানুষ  আমার থাকতে চাইছে একেওপরের গলা ধরে 
সাহেব আমার নাড়ছে  মাথা রুচি নেই বলে।

বুকের মধ্যে জ্বলছে দাবানল শহরের বুকে ছিটিয়ে সম্প্রীতির আন্দোলন স্লোগান উসকে দিচ্ছে আগুন ক্ষিপ্ত হচ্ছে মানুষ সাহেব আমার কানে গুজেছে তুলো বাহবা দিচ্ছে তার চেলাচামুণ্ডা গুলো। মানুষ আমার থাকতে চাইছে একেওপরের গলা ধরে সাহেব আমার নাড়ছে মাথা রুচি নেই বলে।

0 Love

438b7ba1cd075beaf5e03041474c2423

মান্নুজা খাতুন

হয়তো আরও একবার রাতের নিকশ অন্ধকারে দেখা হবে 'আদাব' গল্পের সেই নাওয়ের মাঝি আর সুতাকলের মজুরের যারা নিজেদের পরিচয় দিয়েছিল -' বুড়িগঙ্গার হেইপারে - সুবইডায়ে ' ও ' চাষাড়া নারাইণগঞ্জে' বাস বলে৷  হয়তো তারা আরও একবার সুযোগ পাবে ভয় পাওয়ার।  হয়তো তারা আরও একবার নিজেদের প্রশ্ন করতে পারবে ' হিন্দু না মুসলিম ' বলে৷  হয়তো আরও একবার রাতের  আঁধারে ডাস্টবিনের আঁড়ালে লুকিয়ে নিজেদের প্রান রক্ষা করবে,  বিড়ি ধরিয়ে খাবে,  নিজেদের সুখ দুঃখের কথা বলবে,  সমাজ পরিস্থিতির জন্য উপরওয়ালাদের দায়ী করবে।  তারপরে হয়তো ছেলেমেয়েদের মুখ চেয়ে আরও একবার প্রানের মায়া উপেক্ষা করে ফিরতি পথে নেমে পড়ে প্রান দেবে।  বুকের ফিনকি ছিটকে বেরিয়ে আসা রক্ত না হয় আরও একবার পরিবারের জন্য কেনা নতুন পোশাক  গুলো রক্তে ভিজে যাবে।  পরবের দিনে প্রিয়জনের চোখে জল আসবে ভেবে মরণের মুহূর্তেও তাদের মনে করে চোখের জল ফেলবে।  হয়তো আরও একবার আধুনিক ডিজিটাল  যুগ ৭০টা বছর পিছিয়ে যাবে।  আবার হয়তো স্বাধীনতা অর্জনের জন্য সুতাকলের মজুর,  নাওয়ের মাঝি একত্র হবে৷  ওদের পরিচয়টা শুধু  হিন্দু মুসলিম হবে না ওদের পরিচয় হবে একজন মানুষ হিসেবে ।  ওরা হয়তো তখনও চাইনি দাঙ্গা  এখনও চাইবে না সেটা৷  ওরা শুধু ভালোবাসতে জানে,  ওরা কাঁধে কাঁধ রেখে সরকারের অন্যায় দাবির বিরুদ্ধে গর্জে উঠবে,  ওরা মিলেমিশে থাকতে চায় বিভেদ চাই না যেমনটা চাই নি ' আদাবে'র বেলায়৷ #সাম্প্রতিক 
হয়তো আরও একবার রাতের নিকশ অন্ধকারে দেখা হবে 'আদাব' গল্পের সেই নাওয়ের মাঝি আর সুতাকলের মজুরের যারা নিজেদের পরিচয় দিয়েছিল -' বুড়িগঙ্গার হেইপারে - সুবইডায়ে ' ও ' চাষাড়া নারাইণগঞ্জে' বাস বলে৷  হয়তো তারা আরও একবার সুযোগ পাবে ভয় পাওয়ার।  হয়তো তারা আরও একবার নিজেদের প্রশ্ন করতে পারবে ' হিন্দু না মুসলিম ' বলে৷  হয়তো আরও একবার রাতের  আঁধারে ডাস্টবিনের আঁড়ালে লুকিয়ে নিজেদের প্রান রক্ষা করবে,  বিড়ি ধরিয়ে খাবে,  নিজেদের সুখ দুঃখের কথা বলবে,  সমাজ পরিস্থিতির জন্য উপরওয়ালাদের দায়ী করবে।  তারপরে হ

#সাম্প্রতিক হয়তো আরও একবার রাতের নিকশ অন্ধকারে দেখা হবে 'আদাব' গল্পের সেই নাওয়ের মাঝি আর সুতাকলের মজুরের যারা নিজেদের পরিচয় দিয়েছিল -' বুড়িগঙ্গার হেইপারে - সুবইডায়ে ' ও ' চাষাড়া নারাইণগঞ্জে' বাস বলে৷ হয়তো তারা আরও একবার সুযোগ পাবে ভয় পাওয়ার। হয়তো তারা আরও একবার নিজেদের প্রশ্ন করতে পারবে ' হিন্দু না মুসলিম ' বলে৷ হয়তো আরও একবার রাতের আঁধারে ডাস্টবিনের আঁড়ালে লুকিয়ে নিজেদের প্রান রক্ষা করবে, বিড়ি ধরিয়ে খাবে, নিজেদের সুখ দুঃখের কথা বলবে, সমাজ পরিস্থিতির জন্য উপরওয়ালাদের দায়ী করবে। তারপরে হ

1 Love

438b7ba1cd075beaf5e03041474c2423

মান্নুজা খাতুন

এই জোৎস্না মাখা রাতে 
চুপটি করে চেয়ে 
প্রেমের  নিগড় রচি
আকাশ সাক্ষী রেখে। 

আমার একলা লাগে ভীষণ 
তারা মেলা দেখে 
ঝাপসা দৃষ্টি মেলে 
তোমায় খুঁজে ফিরি 

কল্পনাকে ভীষন দূরে রেখে
তোমায় পায়না কভু ছুতে 
আধাঁর মাখা রাতে 
কল্পনা লূকোচুরি খেলে আমার সাথে। 


এই ভীষণ  মন খারাপির রাতের আকাশে
পত্র দিলাম লিখে 
ঘুমন্ত চোখটা খুলে 
পত্র নিও পড়ে। #এই জোৎস্না মাখা রাতে 
চুপটি করে চেয়ে 
প্রেমের  নিগড় রচি
আকাশ সাক্ষী রেখে। 

আমার একলা লাগে ভীষণ 
তারা মেলা দেখে 
ঝাপসা দৃষ্টি মেলে

#এই জোৎস্না মাখা রাতে চুপটি করে চেয়ে প্রেমের নিগড় রচি আকাশ সাক্ষী রেখে। আমার একলা লাগে ভীষণ তারা মেলা দেখে ঝাপসা দৃষ্টি মেলে

0 Love

438b7ba1cd075beaf5e03041474c2423

মান্নুজা খাতুন

ইতিকথার সমাপ্তি হয় 
কাহিনী শেষ  হলে 
ডায়েরিটা  শেষ  হয় 
আজগুবি  লিখে লিখে। #ইতি

#ইতি

0 Love

438b7ba1cd075beaf5e03041474c2423

মান্নুজা খাতুন

অভিমানের অনলে দ্বগ্ধ  হয়েছি  বহুকাল 
ভালোবাসার তরে নত রেখেছি মাথা ক্ষনকাল।।

তবুও অভিমানী 
বোঝে না
হৃদয়ে ছলকে উঠছে  লেলিহান  দাবানল।। #crushedpaper
438b7ba1cd075beaf5e03041474c2423

মান্নুজা খাতুন

অভিমানের অনলে দ্বগ্ধ  হয়েছি বহুকাল 
ভালোবাসার তরে নত রেখেছি মাথা ক্ষনকাল।। 

তবুও অভিমানী 
বোঝে না 
হৃদয়ে ছলকে উঠছে লেলিহান দাবালন।। #খারাপমন

#খারাপমন

1 Love

438b7ba1cd075beaf5e03041474c2423

মান্নুজা খাতুন

উত্তাপ মাপছি আজ 
নেই তো কোন কাজ 
ভুলে লাজ- লজ্জার কথা 
ভালোবাসার কাছে করছি নত মাথা। #খারাপমন

#খারাপমন

0 Love

438b7ba1cd075beaf5e03041474c2423

মান্নুজা খাতুন

শুনছ! 
আমিও মিথ্যে বলতে শিখে গেছি 
ভালো না রইলেও 
শব্দের আস্তাকুড় হতে 
'ভালো আছি' শব্দ দুটো তুলে নিয়ে 
ভালো থাকতে শিখে গেছি। #খারাপমন

#খারাপমন #Quote

0 Love

loader
Home
Explore
Events
Notification
Profile