Nojoto: Largest Storytelling Platform

New aalap meaning Quotes, Status, Photo, Video

Find the Latest Status about aalap meaning from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, aalap meaning.

    PopularLatestVideo

Ajay Mareniyan

mute video

SOMASHREE PAL

#২৪৬৮ #আলাপ #Aalap

read more
শুনেছ কি?
স্বপ্নভঙ্গের সেই ক্ষীণ আর্তনাদ,
শহরের অলি-গলিতে মিশে থাকা বিচ্ছেদর কাহিনী;
ধর্মান্ধদের গোঁড়ামি যে এখনও সম্পর্কের চেয়ে অনেক দামী! #২৪৬৮ #আলাপ #aalap

কলমে✒মন(Rabina Sarkar)

#২৪৬৮ #আলাপ #Aalap

read more
শিকল ভেঙে,
সমাজ সততার পোশাক পরুক।
রাজনীতি, জাত পাত বিতর্কের মোড়ক চিরে,
ঘুরে দাঁড়াই একবার, সমাজ আরেকবার সোজা পথে হাটুক। #২৪৬৮ #আলাপ #aalap

SOMASHREE PAL

#ভৌতিকগল্প #আলাপ #Aalap

read more
রাতের রজনীগন্ধা🌾
হলঘরের দৈত্যাকার ঘড়িটায় আবারও শব্দের ঝড়; 
ঘরের খোলা জানলার দিকে অপলক চেয়ে অনিমেষ।
বাইরে ক্রমবর্ধমান বৃষ্টির রেশ;
ব্যালকনির রজনীগন্ধার সুবাস সারা ঘরে ছড়িয়েছে;
বৃষ্টির রাত যে নিশার খুব কাছের;
হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা নিশ্বাস; কেউ যেন ফিসফিসিয়ে ওঠে,
"ভালোবাসায় বেঁধেছিলে যারে, সে কি তোমায় ভুলতে পারে....." #ভৌতিকগল্প #আলাপ #aalap

SOMASHREE PAL

#বিদীর্ণগোলাপ #আলাপ #Aalap

read more
পুরোনো ডায়েরির পাতা ওল্টাতে ওল্টাতেই চোখে পড়ল শুকনো গোলাপটা; আজও সেইভাবেই রাখা, যেটা একসময় তাদের সম্পর্কটাকে শক্ত সুতোয় বেঁধেছিল।
"আজ যখন সম্পর্কটাই আলগা, তখন আর এটাকে নিয়ে কি হবে?... ফেলে দিলেই হয়।"
কিন্তু সবকিছু কি এত সহজে ঝেড়ে ফেলা যায়?
কিছু জিনিস যতই কষ্ট দিক, কষ্টগুলোও যেন খুব কাছের মনে হয়।
তাইতো, বিদীর্ণ গোলাপেরা বারে বারে, সযত্নে ডায়েরির ভাঁজেই রয়ে যায় । #বিদীর্ণগোলাপ #আলাপ #aalap

SOMASHREE PAL

#গল্পেমতি #আলাপ #Aalap

read more
ল্যাম্পপোস্টের ক্ষীণ- আলোয় পুবের জানালাটা উপচে পড়ার ভনিতায় ব্যস্ত।

ঘরটা এতক্ষণে পরিষ্কার; ওল্টানো আসবাবপত্র, ইতস্তত বিক্ষিপ্ত দ্রব্যাদি, মেঝেতে লেগে থাকা রক্তবিন্দু, চুঁইয়ে পড়া জলের নিম্নশব্দ আর এককোনে পড়ে থাকা নিথর দেহ- সবকিছুতেই যেন বিশ্বাসঘাতকতার স্পর্শ লেগে রয়েছে।

বারান্দায় এসে দাঁড়ালো হিয়া; আক্ষেপ নিশ্বাস ছুঁয়েছে তার; ভালোবাসা আর ছলনার সংজ্ঞা আজ জীবন দিয়ে অনুধাবন করেছে সে। #গল্পেমতি #আলাপ #aalap

Kavita Gayakwad

Enjoy my aalap .

read more
mute video

SOMASHREE PAL

#পরিণতি #আলাপ #Aalap

read more
কথাই বলে সময় নাকি সবকিছু ঠিক করে দেয়,হয়তো দেয়;
শুধু ঠিক করতে পারেনি তিথি আর রাজের সম্পর্কটা যা একদিন হারতে বাধ্য হয়েছিল পরিবার পরিস্থিতির কাছে ; কিন্তু সত্যিই কি তারা হেরে গেছে?
 হঠাৎ কখনও আকাশে কালো মেঘ ঘনালে, হঠাৎ রাত দুপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলে ,সংসারের চাপে কখনও নিজেকে খুব ক্লান্ত মনে হলে,উদাসী হাওয়া হঠাৎ শরীর ছুঁলে ,তিথির কি একবারও মনে পড়ে না রাজের কথা? হয়তো পড়ে;
আর রাজ ...যখন রাতদুপুরে ক্লান্ত হয়ে ঘরে ফেরে,যখন অফিস ট্যুরে দূরদূরান্তে পাড়ি দেয়, যখন অসহায় চোখে নতুন কোনো স্বপ্ন সাজায়;তখনও কি সে তিথির অভাব উপলব্ধি করে না?
হয়তো করে;কিছু কিছু অনুভূতি হয়তো এইভাবেই জুড়ে থাকে,সবার চোখের আড়ালে,অতি সন্তর্পণে নাহয় এভাবেই বেঁচে থাকুক ভালোবাসা। #পরিণতি #আলাপ #aalap

SOMASHREE PAL

#কবিতায়তুমি #আলাপ #Aalap

read more
শূন্য হৃদয়ে শুধু;
অলীক স্বপ্নের হাতছানি;
বিবর্ণ আভায় মাখা,
বন্দিত্বের সহস্রাধিক বাণী;
এক উপেক্ষিত নারীকাহিনী।


     #কবিতায়তুমি #আলাপ #aalap

SOMASHREE PAL

#সমুদ্রকবিতা #আলাপ #Aalap

read more
বালুতটে এক ঘর বেঁধেছি,
নোনাজল ছুঁয়ে থাকব বলে;
মুখ লুকাব চো-রা-স্রো-তে,
হঠাৎ কখনও জোয়ার এলে।

উজান হয়ে আসিস যদি,
এ-ক-বু-ক বাষ্প নিয়ে;
মানবসমুদ্রে ভাসতে পারি,
একটি জ-ল-বি-ন্দু হয়ে। #সমুদ্রকবিতা #আলাপ #aalap
loader
Home
Explore
Events
Notification
Profile