White তুমি আকাশের নরম চাঁদনী, আমি সে আলোয় হারিয়ে যাই। তুমি হলুদ বিকেলের রং, আমি তোমার ছোঁয়ায় রাঙিয়ে পাই। তুমি ছুঁলে হৃদয় গায় গান, তোমার স্পর্শে জাগে সুখের বৃষ্টি। তুমি ছাড়া সবই যেন ফাঁকা, তুমিই যে আমার প্রেমের দৃষ্টি। ©Rai Shan শায়রি ভালোবাসি বাংলা শায়রি সাইরি ভালোবাসার তেরি শায়রি