Nojoto: Largest Storytelling Platform

নৃত‍্য তাহার ছন্দময়, সৌম্যকান্তি অক্ষয়, মুগ্ধ চিত

নৃত‍্য তাহার ছন্দময়, সৌম্যকান্তি অক্ষয়, 
মুগ্ধ চিত্তে নটবরদ্বয়, বিস্ময় সৃজন লয়,
তব লাস‍্যে, মধুর হাস‍্যে, সার্থক আঁখিদ্বয়,
তুলনা নাই, তুলনা নাই, এ ভুলিবার নয়।

©Udayan Dutta (শ্রীসূক্ত উদয়ন)
  #InternationalDanceDay #Dance #self_love