Nojoto: Largest Storytelling Platform

অনুরোধ জীবন খাতার প্রতি পাতায় শুধু কাব্য নয় কি

অনুরোধ


জীবন খাতার প্রতি পাতায় শুধু কাব্য নয় কিছু রসকস হীন গদ্য‌ও রেখো
শুধু বসন্তের স্নিগ্ধতা নয় প্রখর গ্রীষ্মের উষ্ণতাও গায়ে মেখো।
এগিয়ে চলার দৃঢ় প্রত্যয়ে শুধু পদোন্নতি নয় সমবেদনায় পূর্ণ হোক হৃদয়
নব সৃষ্টির মহানগরী জোড়া কংক্রিটের মাঝে যেন কিছু সবুজের‌ও  ঠাঁই হয়।
বিজ্ঞানের আকর্ষণীয় দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও নিয়ো তাদের খোঁজ 
বজ্র কঠিন হাতে রুক্ষ ধরণীর বক্ষ বিদীর্ণ করে যারা খাদ্য যোগায় রোজ।
শোষনের যাঁতাকলে রক্তের প্রতি ফোঁটা যারা স্বেদ বিন্দুর মতো ব্যয় করে
সেই অস্পৃশ্যের দল যাদের বলিদানে এই সভ্যতার ভিত ওঠে গড়ে,
হে কবি, হে সাহিত্যিক, তোমাদের কোনো কমদামী অপ্রয়োজনীয় রচনায় 
সেই সব বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত মানুষদের‌ও দিয়ো ঠাঁই।
  #কবির প্রতি
অনুরোধ


জীবন খাতার প্রতি পাতায় শুধু কাব্য নয় কিছু রসকস হীন গদ্য‌ও রেখো
শুধু বসন্তের স্নিগ্ধতা নয় প্রখর গ্রীষ্মের উষ্ণতাও গায়ে মেখো।
এগিয়ে চলার দৃঢ় প্রত্যয়ে শুধু পদোন্নতি নয় সমবেদনায় পূর্ণ হোক হৃদয়
নব সৃষ্টির মহানগরী জোড়া কংক্রিটের মাঝে যেন কিছু সবুজের‌ও  ঠাঁই হয়।
বিজ্ঞানের আকর্ষণীয় দুনিয়ার শত ব্যস্ততার মাঝেও নিয়ো তাদের খোঁজ 
বজ্র কঠিন হাতে রুক্ষ ধরণীর বক্ষ বিদীর্ণ করে যারা খাদ্য যোগায় রোজ।
শোষনের যাঁতাকলে রক্তের প্রতি ফোঁটা যারা স্বেদ বিন্দুর মতো ব্যয় করে
সেই অস্পৃশ্যের দল যাদের বলিদানে এই সভ্যতার ভিত ওঠে গড়ে,
হে কবি, হে সাহিত্যিক, তোমাদের কোনো কমদামী অপ্রয়োজনীয় রচনায় 
সেই সব বঞ্চিত লাঞ্ছিত অবহেলিত মানুষদের‌ও দিয়ো ঠাঁই।
  #কবির প্রতি

#কবির প্রতি