Nojoto: Largest Storytelling Platform

@ নৌকো ভ্রমণ @ """""""""""""" বাড

       @ নৌকো ভ্রমণ @
          """"""""""""""
বাড়ি হতে বাহিরে করিনু গমন
স্ব-ইচ্ছায় জলপথে ধলদিঘি ভ্রমণ।
ঘাটে বাঁধা নৌকো তাহাতে মাঝি,
টোপর লাগিয়ে অপরূপে সাজি।
গিয়া বসি, দরগাঘাট যাবার আশায়
বাঁধন খুলে মাঝি দড়িখানা গোছায়।

ভাসিয়ে নৌকা, মাঝি গান গায়, 
ধীরে ধীরে নৌকো গন্তব্যে আগায়।
দিঘির প্রান্তরে শখের শৌখিন শতদল, 
সূর্যের কিরণে জল করে ঝল্ মল্। 

পিছন ফিরাইয়া দেখি রূপবতী নারী
সেও জলপথে যায় হয়তো বা বাড়ি। 
"সুন্দর তাহার পটল চেরা দুই আঁখি,
ওষ্ঠপূর্ণ মৃদু হাসি মোর দিকে দেখি।"

অতি গরমে ঘেমে ঘাম কপোল বয়ে,
ফোটা ফোটা পড়ে; মনেমনে মোর মন কয়ে;
"জলবিন্দু গুলো ঝরতে দিও না
অচিরেই বৃষ্টির আকারে.....
হৃদয় স্পর্শী শূন্যে ধরে রেখো 
তালাবন্দি মনের লকারে.... #journey #journeybook #yqdada #lovejourney
       @ নৌকো ভ্রমণ @
          """"""""""""""
বাড়ি হতে বাহিরে করিনু গমন
স্ব-ইচ্ছায় জলপথে ধলদিঘি ভ্রমণ।
ঘাটে বাঁধা নৌকো তাহাতে মাঝি,
টোপর লাগিয়ে অপরূপে সাজি।
গিয়া বসি, দরগাঘাট যাবার আশায়
বাঁধন খুলে মাঝি দড়িখানা গোছায়।

ভাসিয়ে নৌকা, মাঝি গান গায়, 
ধীরে ধীরে নৌকো গন্তব্যে আগায়।
দিঘির প্রান্তরে শখের শৌখিন শতদল, 
সূর্যের কিরণে জল করে ঝল্ মল্। 

পিছন ফিরাইয়া দেখি রূপবতী নারী
সেও জলপথে যায় হয়তো বা বাড়ি। 
"সুন্দর তাহার পটল চেরা দুই আঁখি,
ওষ্ঠপূর্ণ মৃদু হাসি মোর দিকে দেখি।"

অতি গরমে ঘেমে ঘাম কপোল বয়ে,
ফোটা ফোটা পড়ে; মনেমনে মোর মন কয়ে;
"জলবিন্দু গুলো ঝরতে দিও না
অচিরেই বৃষ্টির আকারে.....
হৃদয় স্পর্শী শূন্যে ধরে রেখো 
তালাবন্দি মনের লকারে.... #journey #journeybook #yqdada #lovejourney