ভরা মেহেফিলে কেহ যদি গেয়ে ওঠে মোর প্রিয় গান, স্মরন করিনা ভুলে অতীতের সুখ স্মৃতি প্রেম কলতান। তবু সে সুর শুনে চোখের কোণেতে যদি বৃষ্টি নামে, সবাই করবে ছিঃ!ছিঃ মেহেফিল ভরে যাবে মিছে বদনামে। #মেহেফিল #challenge #yqdada #bestbengaliquotes #collab #poem #yqdada #yqdidi