Nojoto: Largest Storytelling Platform

"বড়দিন" 'কুমার ভীষ্ম' (২৫/১২/২১) ****************

"বড়দিন"
'কুমার ভীষ্ম' (২৫/১২/২১)
*********************************************************
এদিন সেদিন যেদিন বড়দিন দিনের সেরা দিন,যীশু এলেন ধরাধামে সদাই ধর্মাধিন। অযোনিসম্ভবা সীতা ছিলেন রামায়ণে বলে,ঠিক যীশুও তেমন অশিশ্নসম্ভব এলেন কুমারী মেরির কোলে। একমাদ্বিতীয়ম্ বিশ্বাস লয়ে পূজেন পরম পিতা,ক্ষমাই তাঁর পরম ধর্ম সারাবিশ্ব ভগ্নীভ্রাতা। ঠিক কংস যেমন কৃষ্ণ ভয়ে শিশু নিধন করে,মাতা মেরিও তেমন হেরেড্ ভয়ে লুকায় যীশুর তরে। চৌদ্দো বৎসর বয়সকালে তিনি গৃহত্যাগী হলেন,তারপর ইহুদীদের শিক্ষা লয়ে সাধন মার্গে গেলেন। জেলে মালো ইতরশ্রেণী ছিলো তাঁর দ্বাদশ শিষ্য প্রিয়,তাঁরা খ্রিস্টধর্ম প্রচার করেন সর্ব ধর্মের শ্রেয়। এই না শুনে ইহুদীরা হলেন খড়্গহস্ত,রাজার কানে এই কথাটাই তখন শোণায় বড় মস্ত। তাই যুদাস্ নামে শিষ্য যে এক ধরিয়ে দিলো তাঁকে,আর পন্টিয়াস্ নামের এক বিচারক শেষে ক্রশে চড়ান তাঁকে। এইরূপে তাঁর ভবলীলা হলো সাঙ্গ সমাধিন,আর তারই লাগি সারা বিশ্বজুড়ে এই আজকে বড়দিন।।

©Swapan Saha #Easter
"বড়দিন"
'কুমার ভীষ্ম' (২৫/১২/২১)
*********************************************************
এদিন সেদিন যেদিন বড়দিন দিনের সেরা দিন,যীশু এলেন ধরাধামে সদাই ধর্মাধিন। অযোনিসম্ভবা সীতা ছিলেন রামায়ণে বলে,ঠিক যীশুও তেমন অশিশ্নসম্ভব এলেন কুমারী মেরির কোলে। একমাদ্বিতীয়ম্ বিশ্বাস লয়ে পূজেন পরম পিতা,ক্ষমাই তাঁর পরম ধর্ম সারাবিশ্ব ভগ্নীভ্রাতা। ঠিক কংস যেমন কৃষ্ণ ভয়ে শিশু নিধন করে,মাতা মেরিও তেমন হেরেড্ ভয়ে লুকায় যীশুর তরে। চৌদ্দো বৎসর বয়সকালে তিনি গৃহত্যাগী হলেন,তারপর ইহুদীদের শিক্ষা লয়ে সাধন মার্গে গেলেন। জেলে মালো ইতরশ্রেণী ছিলো তাঁর দ্বাদশ শিষ্য প্রিয়,তাঁরা খ্রিস্টধর্ম প্রচার করেন সর্ব ধর্মের শ্রেয়। এই না শুনে ইহুদীরা হলেন খড়্গহস্ত,রাজার কানে এই কথাটাই তখন শোণায় বড় মস্ত। তাই যুদাস্ নামে শিষ্য যে এক ধরিয়ে দিলো তাঁকে,আর পন্টিয়াস্ নামের এক বিচারক শেষে ক্রশে চড়ান তাঁকে। এইরূপে তাঁর ভবলীলা হলো সাঙ্গ সমাধিন,আর তারই লাগি সারা বিশ্বজুড়ে এই আজকে বড়দিন।।

©Swapan Saha #Easter