Nojoto: Largest Storytelling Platform

অন্ধকার হলে বড় একা লাগে স্বপ্নের দুয়ার যায় খুলে মন

অন্ধকার হলে বড় একা লাগে
স্বপ্নের দুয়ার যায় খুলে
মনে পড়ে সেই কৈশরের দিনগুলো
কতই না পাগল ছিলাম তোমার পথে দিকে
চেয়ে থাকা অবুঝ চোখে ছিলো না প্রতারনা
ছিল না কোন দুষ্ট চাওয়া
ছিল অবুঝ মনে সরল চোখে তোমায় দেখা
আজ দিন গেছে বদলে
সেই তুমি আর এই আমার কল্পনার
হাজার ব্যবধান
এখন আমি অন্য এক মানুষ
যার চোখে বাস্তবতার জ্বলন্ত শিখা
প্রতিনিয়ত হাঁটছি ফিরছি আমি
জীবন নামের এক গল্প লেখার আয়োজনে... লিখে ফেলি মন যা চায়, মন তো অতীত ভাবায়.......
অন্ধকার হলে বড় একা লাগে
স্বপ্নের দুয়ার যায় খুলে
মনে পড়ে সেই কৈশরের দিনগুলো
কতই না পাগল ছিলাম তোমার পথে দিকে
চেয়ে থাকা অবুঝ চোখে ছিলো না প্রতারনা
ছিল না কোন দুষ্ট চাওয়া
ছিল অবুঝ মনে সরল চোখে তোমায় দেখা
আজ দিন গেছে বদলে
সেই তুমি আর এই আমার কল্পনার
হাজার ব্যবধান
এখন আমি অন্য এক মানুষ
যার চোখে বাস্তবতার জ্বলন্ত শিখা
প্রতিনিয়ত হাঁটছি ফিরছি আমি
জীবন নামের এক গল্প লেখার আয়োজনে... লিখে ফেলি মন যা চায়, মন তো অতীত ভাবায়.......
bikashroy8744

Bikash Roy

Bronze Star
New Creator