অন্ধকার হলে বড় একা লাগে স্বপ্নের দুয়ার যায় খুলে মনে পড়ে সেই কৈশরের দিনগুলো কতই না পাগল ছিলাম তোমার পথে দিকে চেয়ে থাকা অবুঝ চোখে ছিলো না প্রতারনা ছিল না কোন দুষ্ট চাওয়া ছিল অবুঝ মনে সরল চোখে তোমায় দেখা আজ দিন গেছে বদলে সেই তুমি আর এই আমার কল্পনার হাজার ব্যবধান এখন আমি অন্য এক মানুষ যার চোখে বাস্তবতার জ্বলন্ত শিখা প্রতিনিয়ত হাঁটছি ফিরছি আমি জীবন নামের এক গল্প লেখার আয়োজনে... লিখে ফেলি মন যা চায়, মন তো অতীত ভাবায়.......