তোমাকে দেখেছি আমি তোমাকে দেখেছি আমি ভোরের শিশিরে মেতে । হারিয়ে গেছি ও আমি তোমাকে খুঁজে পেতে । তোমাকে দেখেছি আমি অজানা স্বপ্নে যেতে । হারিয়ে গেছি ও আমি শুধু তোমাকে খুঁজে পেতে । আবছা লাগে চোখের আড়ালে ঘোলাটে গোলাপী দিন ব্যাথা লাগার কথা ভেবে কেঁদেছে আলপিন তোমাকে দেখার ইচ্ছা গুলো ছুটেছে রাত ভোর । হারিয়ে যাওয়ার ভয়ে শালিকেরা হচ্ছে বেজোড় । তোমাকে দেখেছি আমি ভোরের শিশিরে মেতে । হারিয়ে গেছি ও আমি তোমাকে খুঁজে পেতে । সে অজানা স্বপ্নদেশ হারিয়ে যাওয়ার আগে, মুছবো রঙিন গল্প পাতা অভিমান অনুরাগে। (২) ©Satanik Sil #BadhtiZindagi তোমাকে দেখেছি আমি #Bengali #BengalBurning #BengaliPoem #Song #songlover #songlyrics #lyrics