প্রিয় কলকাতা প্রিয় কলেজ স্ট্রীট প্রিয় ময়দান প্রিয় বোটানিক্যাল গার্ডেন প্রিয় রাস্তা প্রিয় গাছ তোমরা কেও ভালো নেই, সর্বগ্রাসী পাগলা হাওয়া আমফান তোমায় লাঞ্ছিত করে ফেলে রেখছে মহানগরীর রাস্তায়। কাঁদবো, কাঁদতে যতোটা শক্তি লাগে তা যে অার নেই। প্রিয় কলকাতা ভীষণ পাগল পাগল লাগছে, তুমি ভালো নেই, গুছিয়ে নাও যতটুকু পারা যায়। ফিরবো তোমার প্রেমে, শীঘ্রই। #প্রিয়#কলকাতা#লাঞ্ছিত#বিপর্যস্ত