Nojoto: Largest Storytelling Platform

তোর প্রেমেতে পড়ে আমি, তোর গভীরে নিজেকে বিলিয়ে ছিলা

তোর প্রেমেতে পড়ে আমি, তোর গভীরে নিজেকে বিলিয়ে ছিলাম... প্রেমে পড়তে কার না ভালো লাগে! এই প্রেমে মানুষ দিক, কাল, জাতি বিচার করে না। গভীর প্রেমে প্রেমান্ধ হয়ে যাই আমরা ... এমনকি কোনো না কোনো সময় কমবেশি সবাই পড়েছি এই 'প্রেমে'। আর যারা দুর্ভাগ্যক্রমে প্রেমে পড়েনি তারা কল্পনা তো করতেই পারো... তাই না! সেই কথা ভেবেই তোমাদের জন্য নিয়ে এলাম আজকের #collab পর্ব। 

শর্ত: ১- এক লাইনে লিখতে হবে নিজের মনের ভাবনা...
      ২- লাইনের শুরুতে রাখতে হবেই, "তোর প্রেমেতে পড়ে আমি" এই চারটি শব্দ। 
      ৩- অন্তমিল হলে ভালো। না হলেও ভালো। 😊

Theme: প্রেমে পড়ার পর কি কি করে বা করতে পারে সেই বিষয়ে লিখতে হবে...❤️
তোর প্রেমেতে পড়ে আমি, তোর গভীরে নিজেকে বিলিয়ে ছিলাম... প্রেমে পড়তে কার না ভালো লাগে! এই প্রেমে মানুষ দিক, কাল, জাতি বিচার করে না। গভীর প্রেমে প্রেমান্ধ হয়ে যাই আমরা ... এমনকি কোনো না কোনো সময় কমবেশি সবাই পড়েছি এই 'প্রেমে'। আর যারা দুর্ভাগ্যক্রমে প্রেমে পড়েনি তারা কল্পনা তো করতেই পারো... তাই না! সেই কথা ভেবেই তোমাদের জন্য নিয়ে এলাম আজকের #collab পর্ব। 

শর্ত: ১- এক লাইনে লিখতে হবে নিজের মনের ভাবনা...
      ২- লাইনের শুরুতে রাখতে হবেই, "তোর প্রেমেতে পড়ে আমি" এই চারটি শব্দ। 
      ৩- অন্তমিল হলে ভালো। না হলেও ভালো। 😊

Theme: প্রেমে পড়ার পর কি কি করে বা করতে পারে সেই বিষয়ে লিখতে হবে...❤️