Nojoto: Largest Storytelling Platform

ছেলেমেয়ে বড় হয়ে গেলে, স্বামী-স্ত্রীর সম্পর্ক অ

ছেলেমেয়ে বড় হয়ে গেলে,
 স্বামী-স্ত্রীর সম্পর্ক অনেকটা ভাইবোনের মতন;
বাবা-মাকে দেখেই তো শিখবে ওরা
তাই নিজেদের করতে হয় নিয়ন্ত্রণ।
শুধু মুখে জ্ঞান দিলেই হয়না
আচরণেও সেগুলো করে দেখাতে হয়;
কথায় বলে charity begins at home
সন্তানেরা বাবা মাকে আদর্শ করেই বড় হয়।
শুধু জন্ম দিলেই হয় না
করতে হবে সুশিক্ষায় লালন পালন;
মৈথুন তো সবারই আছে কিন্তু
মানুষই পারে করতে তাকে নিয়ন্ত্রণ।
 #নিয়ন্ত্রণ 
#রাতের_কবিতা 
#বাংলালেখা 
#yqdada
ছেলেমেয়ে বড় হয়ে গেলে,
 স্বামী-স্ত্রীর সম্পর্ক অনেকটা ভাইবোনের মতন;
বাবা-মাকে দেখেই তো শিখবে ওরা
তাই নিজেদের করতে হয় নিয়ন্ত্রণ।
শুধু মুখে জ্ঞান দিলেই হয়না
আচরণেও সেগুলো করে দেখাতে হয়;
কথায় বলে charity begins at home
সন্তানেরা বাবা মাকে আদর্শ করেই বড় হয়।
শুধু জন্ম দিলেই হয় না
করতে হবে সুশিক্ষায় লালন পালন;
মৈথুন তো সবারই আছে কিন্তু
মানুষই পারে করতে তাকে নিয়ন্ত্রণ।
 #নিয়ন্ত্রণ 
#রাতের_কবিতা 
#বাংলালেখা 
#yqdada

#নিয়ন্ত্রণ #রাতের_কবিতা #বাংলালেখা #yqdada