থাকবো না আমি জানি সেটা তো আমি মানি একদিন তো চলে যাবো এতো কষ্ট আগলে রেখেছি শান্তি কি খুঁজে পাবো??? কিসের জন্য খুশি থাকি আজ কিসের এতো আশা চোখের জলে লিখেছি স্বপ্ন ফুরিয়ে সকল ভাষা জীবন জানো কাটা ঘুড়ি শূন্য আকাশে ওড়ে হতাশার মোদ খেয়ে আজ আমি শূন্য ব্যথার ঘোরে স্বপ্ন ভাঙা