Nojoto: Largest Storytelling Platform

এবারের পূজো পরিক্রমাঃ ______________________ নিজস

এবারের পূজো পরিক্রমাঃ
______________________
 নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুর ১৭ই অক্টোবর ২০৬০, দেখতে দেখতে আবার এসে গেল বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা। আর মাত্র কয়েকটা দিন, তার পর মহাসমারোহে আয়োজিত হতে চলেছে সেই মহাকাঙ্খিত দুর্গোৎসব। পূজো কমিটির কর্মকর্তা দের রাতের ঘুম কেড়ে নিয়েছে থিম ভিত্তিক প্রতিযোগিতা। কোন ক্লাব কি ধরনের আয়োজন করেছে, আজকের পূজো পরিক্রমায় চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দুর্গাপুর মহিলা সমিতি আয়োজিত পূজো কমিটি তাদের এবারের পূজার থিম হিসেবে ২০২০ সাল, তৎকালীন সময়ে নারীদের প্রতি  বৈষম্যমূলক আচরণ তথা নিরাপত্তা হীনতার দিকটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এছাড়া সামাজিক অপরাধ দমনে নারী গোষ্ঠী কতটা এগিয়ে সেই ঘটনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। খুব ভালো লাগলো। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পূজোর আনন্দ নিন। আগামী কাল হাজির হব আরও একটি নতুন আঙ্গিকে নতুন প্রজন্মের পূজো পরিক্রমায়। #ভবিষ্যতেরদুর্গাপুজো 
#challenge #yqdada
এবারের পূজো পরিক্রমাঃ
______________________
 নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুর ১৭ই অক্টোবর ২০৬০, দেখতে দেখতে আবার এসে গেল বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজা। আর মাত্র কয়েকটা দিন, তার পর মহাসমারোহে আয়োজিত হতে চলেছে সেই মহাকাঙ্খিত দুর্গোৎসব। পূজো কমিটির কর্মকর্তা দের রাতের ঘুম কেড়ে নিয়েছে থিম ভিত্তিক প্রতিযোগিতা। কোন ক্লাব কি ধরনের আয়োজন করেছে, আজকের পূজো পরিক্রমায় চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দুর্গাপুর মহিলা সমিতি আয়োজিত পূজো কমিটি তাদের এবারের পূজার থিম হিসেবে ২০২০ সাল, তৎকালীন সময়ে নারীদের প্রতি  বৈষম্যমূলক আচরণ তথা নিরাপত্তা হীনতার দিকটি তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এছাড়া সামাজিক অপরাধ দমনে নারী গোষ্ঠী কতটা এগিয়ে সেই ঘটনা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। খুব ভালো লাগলো। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই পূজোর আনন্দ নিন। আগামী কাল হাজির হব আরও একটি নতুন আঙ্গিকে নতুন প্রজন্মের পূজো পরিক্রমায়। #ভবিষ্যতেরদুর্গাপুজো 
#challenge #yqdada