পৃথিবীতে এখন অসুস্থতার রাজত্ব।সুস্থতাকে বন্দি করা হয়েছে, ঘন কুয়াশার তিমির কারাগারে। জ্যোৎস্নার পরিবর্তে এখন জানালা খুলে ঘরে প্রবেশ করে অসুস্থতা। কোকিলের কণ্ঠ এখন বড়ই ব্যথিত। আকাশের তারাগুলি আজ অসুস্থ। পৃথিবীর বুকে, মেঘের গাঢ় কালি দিয়ে বড় করে লেখা,আমি অসুস্থ। ধান ক্ষেতের পাশে সেই ছোট্ট গ্রমটিও অসুস্থ হয়ে পড়েছে জ্যোৎস্নার অভাবে। এখন গভীর রাতে প্রতিনিয়ত এ্যাম্বুলেন্স চলে,পিঁপড়ের মত লাইন ধরে। এ্যাম্বুলেন্সের বিপদ সংকেতময় সাইরেণে আতঙ্কে ঘুম ভেঙ্গে যায়, শান্ত আমগাছটির। অসুস্থতা ছিঁড়ে নিয়েছে বাগানের সবকটি গোলাপ। সুস্থতাকে দেওয়ার মত আর কিছুই নেই। ইতিহাসের সোনালী অক্ষর বিবর্ণ হয়েছে, অসুস্থতায়। সমস্ত দিগন্তে ডানা ছড়িয়ে উড়ে চলেছে, এক ঝাঁক অসুস্থতা। অসুস্থতার ভিড়ে কোথাও যাওয়ার কোন জায়গা নেই। সর্বত্র হিংস্র বাঘের মত হাঁ করে তাকিয়ে আছে অসুস্থতা। এত অসুস্থতা! এত অসুস্থতা! পৃথিবী! আবার তুমি কবে সুস্থ হবে? পৃথিবীতে এখন অসুস্থতার রাজত্ব।সুস্থতাকে বন্দি করা হয়েছে, ঘন কুয়াশার তিমির কারাগারে। জ্যোৎস্নার পরিবর্তে এখন জানালা খুলে ঘরে প্রবেশ করে অসুস্থতা। কোকিলের কণ্ঠ এখন বড়ই ব্যথিত। আকাশের তারাগুলি আজ অসুস্থ। পৃথিবীর বুকে, মেঘের গাঢ় কালি দিয়ে বড় করে লেখা,আমি অসুস্থ। ধান ক্ষেতের পাশে সেই ছোট্ট গ্রমটিও অসুস্থ হয়ে পড়েছে জ্যোৎস্নার অভাবে। এখন গভীর রাতে প্রতিনিয়ত এ্যাম্বুলেন্স চলে,পিঁপড়ের মত লাইন ধরে। এ্যাম্বুলেন্সের বিপদ সংকেতময় সাইরেণে আতঙ্কে ঘুম ভেঙ্গে যায়, শান্ত আমগাছটির। অসুস্থতা ছিঁড়ে নিয়েছে বাগানের সবকটি গোলাপ। সুস্থতাকে দেওয়ার মত আর কিছুই নেই। ইতিহাসের সোনালী অক্ষর বিবর্ণ হয়েছে, অসুস্থতায়। সমস্ত দিগন্তে ডানা ছড়িয়ে উড়ে চলেছে, এক ঝাঁক অসুস্থতা। অসুস্থতার ভিড়ে কোথাও যাওয়ার কোন জায়গা নেই। সর্বত্র হিংস্র বাঘের মত হাঁ করে তাকিয়ে আছে অসুস্থতা। এত অসুস্থতা! এত অসুস্থতা! পৃথিবী! আবার তুমি কবে সুস্থ হবে? #পৃথিবী #challenge #yqdada