Nojoto: Largest Storytelling Platform

প্রত্যয় সুতোয় বাঁধা জী

          
              প্রত্যয়

সুতোয় বাঁধা জীবন আমার শূণ্যে দোদুল্যমান
পায়ের তলায় গভীর খাদ মাথার উপর আসমান।
কোথাও বা আগ্নেয় গিরি কোথাও বরফ সাগর
ধেয়ে আসছে তুফান ভারী লাগে ভীষন ডর।
জীবন বাতি হাওয়ায় দোলে শঙ্কা বারোমাস
সীমিত তেল নিঃশেষ হলেই দুর্গন্ধ সাড়ে তিন হাত মাস।
তোমাভে যেমন আমার বাস আমাতেও তোমার আশ্রয়
ভালো মন্দ সবই তোমার তাই তো আমি অকুতোভয়। 
অপরের উপর দোষারোপ করতে করতে নিজেই যেন নিন্দার পাত্র হয়ে উঠেছি আজ। আয়নার কাঁচটা মুছতেই অবাক হলাম। সরলতার গিয়েছে চুরি সেথায় বাসা বেঁধেছে কুচক্রী।ড্রয়িং রুমের সৌখিন দেওয়াল হাসছে আমায় দেখে।বলছে আমার অন্তরেতে চুরাশি লক্ষ পথ বৃথাই হেঁটেছি আমি। দেখতে হবে লাইব্রেরী খুঁজে। কিংবা নদী তীরবর্তী বস্ত্রবিহীন দেশে। অথবা বন বনান্তরে, পাহাড়ের গুহায় নাঙ্গার পদতলে। উত্তর আছে লেখা।ক্ষুদ্রাতি ক্ষুদ্র এ সংসারে কেউ নয় ফেলনা। সূর্যের আলো সমভাবে প্রকাশ পায়। করুণা বারি ছড়িয়ে পড়ে সর্বত্র।


"অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনাঃ পর্যুপাসতে।
তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্।।"গীতা নবম অধ্যায়
যে সকল অনন্য চিত্ত ভক্ত ভগবানকে আশ্রয় করে থাকে তাদের যোগক্ষেম অর্থাৎ বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন ভগবান স্বয়ং তা জুগিয়ে দেন। শুধু তাই নয়। তিনি অপ্রাপ্ত বস্তুর প্রাপ্ত করান এবং প্রাপ্ত বস্তুর রক্ষা করেন।
          
              প্রত্যয়

সুতোয় বাঁধা জীবন আমার শূণ্যে দোদুল্যমান
পায়ের তলায় গভীর খাদ মাথার উপর আসমান।
কোথাও বা আগ্নেয় গিরি কোথাও বরফ সাগর
ধেয়ে আসছে তুফান ভারী লাগে ভীষন ডর।
জীবন বাতি হাওয়ায় দোলে শঙ্কা বারোমাস
সীমিত তেল নিঃশেষ হলেই দুর্গন্ধ সাড়ে তিন হাত মাস।
তোমাভে যেমন আমার বাস আমাতেও তোমার আশ্রয়
ভালো মন্দ সবই তোমার তাই তো আমি অকুতোভয়। 
অপরের উপর দোষারোপ করতে করতে নিজেই যেন নিন্দার পাত্র হয়ে উঠেছি আজ। আয়নার কাঁচটা মুছতেই অবাক হলাম। সরলতার গিয়েছে চুরি সেথায় বাসা বেঁধেছে কুচক্রী।ড্রয়িং রুমের সৌখিন দেওয়াল হাসছে আমায় দেখে।বলছে আমার অন্তরেতে চুরাশি লক্ষ পথ বৃথাই হেঁটেছি আমি। দেখতে হবে লাইব্রেরী খুঁজে। কিংবা নদী তীরবর্তী বস্ত্রবিহীন দেশে। অথবা বন বনান্তরে, পাহাড়ের গুহায় নাঙ্গার পদতলে। উত্তর আছে লেখা।ক্ষুদ্রাতি ক্ষুদ্র এ সংসারে কেউ নয় ফেলনা। সূর্যের আলো সমভাবে প্রকাশ পায়। করুণা বারি ছড়িয়ে পড়ে সর্বত্র।


"অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনাঃ পর্যুপাসতে।
তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্।।"গীতা নবম অধ্যায়
যে সকল অনন্য চিত্ত ভক্ত ভগবানকে আশ্রয় করে থাকে তাদের যোগক্ষেম অর্থাৎ বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন ভগবান স্বয়ং তা জুগিয়ে দেন। শুধু তাই নয়। তিনি অপ্রাপ্ত বস্তুর প্রাপ্ত করান এবং প্রাপ্ত বস্তুর রক্ষা করেন।

অপরের উপর দোষারোপ করতে করতে নিজেই যেন নিন্দার পাত্র হয়ে উঠেছি আজ। আয়নার কাঁচটা মুছতেই অবাক হলাম। সরলতার গিয়েছে চুরি সেথায় বাসা বেঁধেছে কুচক্রী।ড্রয়িং রুমের সৌখিন দেওয়াল হাসছে আমায় দেখে।বলছে আমার অন্তরেতে চুরাশি লক্ষ পথ বৃথাই হেঁটেছি আমি। দেখতে হবে লাইব্রেরী খুঁজে। কিংবা নদী তীরবর্তী বস্ত্রবিহীন দেশে। অথবা বন বনান্তরে, পাহাড়ের গুহায় নাঙ্গার পদতলে। উত্তর আছে লেখা।ক্ষুদ্রাতি ক্ষুদ্র এ সংসারে কেউ নয় ফেলনা। সূর্যের আলো সমভাবে প্রকাশ পায়। করুণা বারি ছড়িয়ে পড়ে সর্বত্র। "অনন্যাশ্চিন্তয়ন্তো মাং যে জনাঃ পর্যুপাসতে। তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম্।।"গীতা নবম অধ্যায় যে সকল অনন্য চিত্ত ভক্ত ভগবানকে আশ্রয় করে থাকে তাদের যোগক্ষেম অর্থাৎ বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন ভগবান স্বয়ং তা জুগিয়ে দেন। শুধু তাই নয়। তিনি অপ্রাপ্ত বস্তুর প্রাপ্ত করান এবং প্রাপ্ত বস্তুর রক্ষা করেন। #yqdada #কথায়কথায়৪ #ঈশ্বরহয়েছুঁয়েযেওআলো