Nojoto: Largest Storytelling Platform

সে অন্ধকার সে সমুদ্রের অভ্রভেদী গোঙানি একলাই হেঁট

সে অন্ধকার সে সমুদ্রের অভ্রভেদী গোঙানি 
একলাই হেঁটে যাচ্ছি--ক্লান্তিবিহীন ;
ঠোঁটের কষ থেকে গড়িয়ে আসছে রক্ত,
পিঠে বইছি এক মস্ত ক্রুশকাঠ,টানতে টানতে 
নিয়ে যাচ্ছি আকুলপাথারে |
কিছুদিন আগেও আমার শরীরে মস্ত পাহাড় ছিল,ঝর্ণা ছিল--বাহারি পাখি,রঙ-বেরঙের প্রজাপতি |হ্যা কিছুদিন আগেও....
বাগান ছিল ফুলে ফুলে ছয়লাপ বুকের ডানপাশে আর বাঁ পাশে ছিল একটা রক্তিম সূর্য---
অজস্র গান,অসংখ্য রাগ-রাগিণীর সঞ্চালন শিরা উপশিরায়;পায়ে পায়ে টপকে গেছি কত অরণ্য-মরূ-বালিয়াড়ি;তবু আজ এক কদম দু কদম
হাঁটু ভেঙে আসছে আমার,কাঁধ ন্যুব্জ---
বৃষ্টি পরশে উদ্ভাসিত দেহে এখন নোনা বালি,ঘাম;আরও দূর হাঁটছি আমি,আরও দূর---
মাথার উপর কাঠফাটা রোদ্দুর,ঘোলাটে আকাশ
চিল-শুকুনের কৌতূহলী ভেসে বেড়ানো---
পিঠে ক্রুশকাঠ;স্বপ্নে চকচকে সূঁচালো পেরেকের রঙ,আমি হাঁটছি |আরেকটা সন্ধ্যা নামার আগে...
 #আমি হাঁটছি #
সে অন্ধকার সে সমুদ্রের অভ্রভেদী গোঙানি 
একলাই হেঁটে যাচ্ছি--ক্লান্তিবিহীন ;
ঠোঁটের কষ থেকে গড়িয়ে আসছে রক্ত,
পিঠে বইছি এক মস্ত ক্রুশকাঠ,টানতে টানতে 
নিয়ে যাচ্ছি আকুলপাথারে |
কিছুদিন আগেও আমার শরীরে মস্ত পাহাড় ছিল,ঝর্ণা ছিল--বাহারি পাখি,রঙ-বেরঙের প্রজাপতি |হ্যা কিছুদিন আগেও....
বাগান ছিল ফুলে ফুলে ছয়লাপ বুকের ডানপাশে আর বাঁ পাশে ছিল একটা রক্তিম সূর্য---
অজস্র গান,অসংখ্য রাগ-রাগিণীর সঞ্চালন শিরা উপশিরায়;পায়ে পায়ে টপকে গেছি কত অরণ্য-মরূ-বালিয়াড়ি;তবু আজ এক কদম দু কদম
হাঁটু ভেঙে আসছে আমার,কাঁধ ন্যুব্জ---
বৃষ্টি পরশে উদ্ভাসিত দেহে এখন নোনা বালি,ঘাম;আরও দূর হাঁটছি আমি,আরও দূর---
মাথার উপর কাঠফাটা রোদ্দুর,ঘোলাটে আকাশ
চিল-শুকুনের কৌতূহলী ভেসে বেড়ানো---
পিঠে ক্রুশকাঠ;স্বপ্নে চকচকে সূঁচালো পেরেকের রঙ,আমি হাঁটছি |আরেকটা সন্ধ্যা নামার আগে...
 #আমি হাঁটছি #
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#আমি হাঁটছি #