Nojoto: Largest Storytelling Platform

কিছু আবেগ গল্প লেখে, অচেনা গল্পে সুরের ছলে - হঠাৎ

কিছু আবেগ গল্প লেখে, অচেনা গল্পে সুরের ছলে - 
হঠাৎ তাই পাতা ভরে - কলম তার ছন্দ মিলিয়ে।
যদি হাঁটতে চাস - মেলাতে চাই পা,
যদি উড়তে যাস, ভাসিয়ে দেবো গা,
যদি লিখতে চাই, তুই হবি কলম;
যদি বলতে যাই, তুই হবি ছন্দ,
আর গাইতে গেলে তুই হবি আমার কণ্ঠ।।


এমন ভাবেই এগোতে পারিস - পাশে পাবি হাত,
মন খারাপে চাইলে পাশে, থাকতে রাজি এই রাত।
লিখবো কি ভোরের পাতা! দিবি তুই সুর!
হাঁটতে চাইলে ধরবি হাত! যদি যাই বহুদূর!
ভাবতে পারে নতুন কিছু আমার হৃদয়পুর !
         যদি বাড়াই আজ আমার হাত ,
                    মেলাবি কি হাত!  
       যদি চাস আমি যেতে রাজি বহুদূর।।

©PRAHLAD MUKHERJEE
  #udaan 
#bengslisayeri