Nojoto: Largest Storytelling Platform

.গোদাবরী. সীমাহীন আচ্ছন্নতা ছুঁয়ে বুকের গভীরে খুঁ

.গোদাবরী.

সীমাহীন আচ্ছন্নতা ছুঁয়ে বুকের
গভীরে খুঁড়ে চলো হলুদ বালির আস্তরণ;
সদ্য ঘুম ভাঙা সমস্ত চোখ গুলো
থেকে ঝরে ঝরে পড়ুক নীলকন্ঠ ফুলের পাঁপড়ি,
তোমার স্ফটিক মুখের উপর;
তারপর ফিরে ফিরে যাই,
ছেড়ে ছেড়ে আসি তোমায়
দূর-দূরান্তে|
এখন শহুরে জঙ্গলে ধোঁয়া-কালির বনবাসে রয়েছি আমি,
চারপাশে ধূসর বৃত্ত;
এখনও বোধকরি ঘুমের ভেতর
ট্রেনের কামরার মত দুলে দুলে ওঠে তোমার গাঢ় নীল স্মৃতি,
তারা চুপিসারে কথা বলে,
পালতোলা মেঘ ভাসে ঝমঝম
করে কাঁপা ব্রীজের মাথায়,
নৌকা ভেসে যায় গোদাবরীর জলে.... #গোদাবরী#নদী
.গোদাবরী.

সীমাহীন আচ্ছন্নতা ছুঁয়ে বুকের
গভীরে খুঁড়ে চলো হলুদ বালির আস্তরণ;
সদ্য ঘুম ভাঙা সমস্ত চোখ গুলো
থেকে ঝরে ঝরে পড়ুক নীলকন্ঠ ফুলের পাঁপড়ি,
তোমার স্ফটিক মুখের উপর;
তারপর ফিরে ফিরে যাই,
ছেড়ে ছেড়ে আসি তোমায়
দূর-দূরান্তে|
এখন শহুরে জঙ্গলে ধোঁয়া-কালির বনবাসে রয়েছি আমি,
চারপাশে ধূসর বৃত্ত;
এখনও বোধকরি ঘুমের ভেতর
ট্রেনের কামরার মত দুলে দুলে ওঠে তোমার গাঢ় নীল স্মৃতি,
তারা চুপিসারে কথা বলে,
পালতোলা মেঘ ভাসে ঝমঝম
করে কাঁপা ব্রীজের মাথায়,
নৌকা ভেসে যায় গোদাবরীর জলে.... #গোদাবরী#নদী
jayantaroy2876

Jayanta Roy

New Creator