Nojoto: Largest Storytelling Platform

আজ সে হয়তো ভুলে গেছে সব ভুলে গেছে সেই অতীতটাকে যে

আজ সে হয়তো ভুলে গেছে সব
ভুলে গেছে সেই অতীতটাকে
যেদিন তার কল্পনার নানা রঙে
শুধু আমার ছবিই আঁকত
যেদিন এক এক মুহূর্তের প্রতিটি ক্ষণে
কেবলই আমার কথা ভাবত।। 
কিন্তু এখন তার ঘুমের স্বপ্নে
আমি ছাড়া সব কিছু আসে
বোধহয় তার আর মনে নেই
আমার সাথে কাটানো মুহুর্তগুলো
তাই সেগুলোর ওপর বর্তমানে
স্তরে স্তরে জমেছে ধুলো।। 

সত্যিই কি বিচিত্র ব্যাপার
একটা মানুষের হঠাৎ পরিবর্তন
সময় আর পরিস্থিতির চাপে
কতটা পাষাণ হতে পারে মন।। 
সম্পর্কটা যে কবে এত ঠুনকো হল
তা বুঝতেই পারিনি
এক রাতেই যে সেটা শেষ করে দেবে
এমন কখনো ভাবিনি।। 

স্পর্শকাতর যন্ত্রনায় এখন
তাই খুঁজে চলেছি অকাল মরন
কীভাবে জানাব আর
আমি কতটা অসহায়? 
আজ ও কতটা ভালোবাসি
কীভাবে বোঝাব তোমায়?? 

আজও ভুলিনি তোমায়
না......পারবনা কোনোদিন
 তোমাকে আঁকড়ে ধরে যে
আমি বাঁচতে চেয়েছিলাম
তাই হৃদয়ের ভাঙা ঘরটাও
তোমার স্মৃতিকেই দিচ্ছে নাড়া
হয়তো অতি নগন্যই ছিলাম
তবুও আমি আজ বড় একা
ভেতরটা গুমরে উঠছে বারবার
অথচ আমার এই বিরহে আজ
একবারও দিলে না সাড়া।। 

 -মৌসুমী পাল
-বিরহ #darkness mousumi pal
আজ সে হয়তো ভুলে গেছে সব
ভুলে গেছে সেই অতীতটাকে
যেদিন তার কল্পনার নানা রঙে
শুধু আমার ছবিই আঁকত
যেদিন এক এক মুহূর্তের প্রতিটি ক্ষণে
কেবলই আমার কথা ভাবত।। 
কিন্তু এখন তার ঘুমের স্বপ্নে
আমি ছাড়া সব কিছু আসে
বোধহয় তার আর মনে নেই
আমার সাথে কাটানো মুহুর্তগুলো
তাই সেগুলোর ওপর বর্তমানে
স্তরে স্তরে জমেছে ধুলো।। 

সত্যিই কি বিচিত্র ব্যাপার
একটা মানুষের হঠাৎ পরিবর্তন
সময় আর পরিস্থিতির চাপে
কতটা পাষাণ হতে পারে মন।। 
সম্পর্কটা যে কবে এত ঠুনকো হল
তা বুঝতেই পারিনি
এক রাতেই যে সেটা শেষ করে দেবে
এমন কখনো ভাবিনি।। 

স্পর্শকাতর যন্ত্রনায় এখন
তাই খুঁজে চলেছি অকাল মরন
কীভাবে জানাব আর
আমি কতটা অসহায়? 
আজ ও কতটা ভালোবাসি
কীভাবে বোঝাব তোমায়?? 

আজও ভুলিনি তোমায়
না......পারবনা কোনোদিন
 তোমাকে আঁকড়ে ধরে যে
আমি বাঁচতে চেয়েছিলাম
তাই হৃদয়ের ভাঙা ঘরটাও
তোমার স্মৃতিকেই দিচ্ছে নাড়া
হয়তো অতি নগন্যই ছিলাম
তবুও আমি আজ বড় একা
ভেতরটা গুমরে উঠছে বারবার
অথচ আমার এই বিরহে আজ
একবারও দিলে না সাড়া।। 

 -মৌসুমী পাল
-বিরহ #darkness mousumi pal
rimpapal1872

Rimpa Pal

New Creator