Nojoto: Largest Storytelling Platform

এই রাত ---------------- একা এক

          এই রাত
      ----------------
    একা একলা চাঁদে খোলা চুলে এলোকেশি,,,
      দুচোখ ভরে দেখছে শত তারা,,
    নাম গোত্র , সবটাই চিমটি কেটে,,
           চাঁদের নামেই মিলিয়ে গেছে ,,
       খোলা বাতাসের নিচে ঝিমোয় ,,
             সিমেন্ট ঘষা খাওয়া ফাটা গোড়ালি ।।
       এই রাতটা খু্ব একা, এই রাত অপেক্ষায় দগ্ধ,,
         পিছন থেকে ডাক পড়লো শেষে ,,
        " চমন ,,, নতুন মা , দেখতে  এলো তোকে ।" 
         এই রাত ছেড়ে সে, ভোরের স্বপ্ন দেখে।।
           মার্সিডিজ , ভরে দুটো দেহ ছুটে এলো...
        কোল জোড়ার জন্যে, আলো জ্বেলে দেখে ,,
           কালো কুষ্টি ,, ফাটা গোড়ালি ।।
      চমনের কালো চোখের জোৎস্না ছেড়ে ,,
            সাদা কচি অন্য চমন নিলো হেসে ।।
          আমার এই কবিতাটি শুধুমাত্র সমাজের একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখা। শুরুতেই একটা ছোট্ট অনাথ মেয়ে ছাদে গুটি গুটি পায়ে হেঁটে চলা নিজের মত মত করে নিজের বাঁচতে চাওয়া টা তুলে ধরেছি । অযত্ন তাকে ছুয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে ফাটা গোড়ালি থেকে রক্ত । হঠাৎ করে মাঝ রাতে তার বান্ধবী এসে ডেকে নিয়ে যায় । বুক ভর্তি আশা নিয়ে মেয়েটি ফিরে আসে । কেনই বা তাকে কেউ তাকে দত্তক নেবে??? সে না কালো!!! তার চোখের ফাঁকে জমে থাকা নিষ্পাপ দৃষ্টি টা যে ঠুনকো । হাজার প্রচেষ্টার পরেও যে মা নিজের সন্তান না হওয়ার যন্ত্রণা নিয়ে অনাথ আশ্রমে এসেছে ,,, তারও কি সুন্দর ফর্সা সন্তানের প্রয়োজন ???? তবে কি মানুষ এতটাই অবচেতন ,,,, এই পছন্দ করে মানুষ কেনার খেলার ব্যাপারে তারা কি কিছুই জানে না??? এক কষ্ট অন্য কষ্ট কে ঢাকতে পারেনি উল্টে বার বার প্রত্যাখ্যানের যন্ত্রণায় ঠেলে দিয়েছে চমণ কে ।। এটাই সমাজ ,,যা কেউ চেও পরিবর্তন করতে পারে না ।।
#yqdada 
#offspring 
#অনাথ_শিশু 
#socity 
#bengali 
#aishiadhikary 
#গল্পকথা
          এই রাত
      ----------------
    একা একলা চাঁদে খোলা চুলে এলোকেশি,,,
      দুচোখ ভরে দেখছে শত তারা,,
    নাম গোত্র , সবটাই চিমটি কেটে,,
           চাঁদের নামেই মিলিয়ে গেছে ,,
       খোলা বাতাসের নিচে ঝিমোয় ,,
             সিমেন্ট ঘষা খাওয়া ফাটা গোড়ালি ।।
       এই রাতটা খু্ব একা, এই রাত অপেক্ষায় দগ্ধ,,
         পিছন থেকে ডাক পড়লো শেষে ,,
        " চমন ,,, নতুন মা , দেখতে  এলো তোকে ।" 
         এই রাত ছেড়ে সে, ভোরের স্বপ্ন দেখে।।
           মার্সিডিজ , ভরে দুটো দেহ ছুটে এলো...
        কোল জোড়ার জন্যে, আলো জ্বেলে দেখে ,,
           কালো কুষ্টি ,, ফাটা গোড়ালি ।।
      চমনের কালো চোখের জোৎস্না ছেড়ে ,,
            সাদা কচি অন্য চমন নিলো হেসে ।।
          আমার এই কবিতাটি শুধুমাত্র সমাজের একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখা। শুরুতেই একটা ছোট্ট অনাথ মেয়ে ছাদে গুটি গুটি পায়ে হেঁটে চলা নিজের মত মত করে নিজের বাঁচতে চাওয়া টা তুলে ধরেছি । অযত্ন তাকে ছুয়ে যাচ্ছে ঝরে যাচ্ছে ফাটা গোড়ালি থেকে রক্ত । হঠাৎ করে মাঝ রাতে তার বান্ধবী এসে ডেকে নিয়ে যায় । বুক ভর্তি আশা নিয়ে মেয়েটি ফিরে আসে । কেনই বা তাকে কেউ তাকে দত্তক নেবে??? সে না কালো!!! তার চোখের ফাঁকে জমে থাকা নিষ্পাপ দৃষ্টি টা যে ঠুনকো । হাজার প্রচেষ্টার পরেও যে মা নিজের সন্তান না হওয়ার যন্ত্রণা নিয়ে অনাথ আশ্রমে এসেছে ,,, তারও কি সুন্দর ফর্সা সন্তানের প্রয়োজন ???? তবে কি মানুষ এতটাই অবচেতন ,,,, এই পছন্দ করে মানুষ কেনার খেলার ব্যাপারে তারা কি কিছুই জানে না??? এক কষ্ট অন্য কষ্ট কে ঢাকতে পারেনি উল্টে বার বার প্রত্যাখ্যানের যন্ত্রণায় ঠেলে দিয়েছে চমণ কে ।। এটাই সমাজ ,,যা কেউ চেও পরিবর্তন করতে পারে না ।।
#yqdada 
#offspring 
#অনাথ_শিশু 
#socity 
#bengali 
#aishiadhikary 
#গল্পকথা