Nojoto: Largest Storytelling Platform

ভালোবাসতে যদি, অষ্টপ্রহর ব‌ইতো কি খরস্রোতা নদী! সা

ভালোবাসতে যদি,
অষ্টপ্রহর ব‌ইতো কি খরস্রোতা নদী!
সাজিয়ে গুছিয়ে রাখা বুকের বাঁ-পাশ...
ভেঙ্গেচুরে নিঃস্ব হতো কি?
ভেসে যায় ভালোবাসা-ক্ষয় করে যৌবন।
এক রাশ জল, বয় ক্রমশ...
অনন্ত স্মৃতির পাহাড় দিয়ে গড়ায় কেবলি।
শেষ ঠিকানা কি?
ব‌ইতে বইতে একদিন,শুকিয়ে হবে মরা নদী!
ভালোবাসতে যদি, নদী___
সকাল-সন্ধ্যে তোমায় পেয়ে, হতাম অহংকারী।
ভালোই হলো আর চেয়ে দেখনি;
মায়ায় পড়েনি যে, অমন মানুষকে চাওয়া নেহাত বোকামি।

     #ভালোবাসতেযদি 
#yqdada 
#collab 
#poem 
#yqbaba 
#বাংলা 
#নদী 
#পারমিতাদে
ভালোবাসতে যদি,
অষ্টপ্রহর ব‌ইতো কি খরস্রোতা নদী!
সাজিয়ে গুছিয়ে রাখা বুকের বাঁ-পাশ...
ভেঙ্গেচুরে নিঃস্ব হতো কি?
ভেসে যায় ভালোবাসা-ক্ষয় করে যৌবন।
এক রাশ জল, বয় ক্রমশ...
অনন্ত স্মৃতির পাহাড় দিয়ে গড়ায় কেবলি।
শেষ ঠিকানা কি?
ব‌ইতে বইতে একদিন,শুকিয়ে হবে মরা নদী!
ভালোবাসতে যদি, নদী___
সকাল-সন্ধ্যে তোমায় পেয়ে, হতাম অহংকারী।
ভালোই হলো আর চেয়ে দেখনি;
মায়ায় পড়েনি যে, অমন মানুষকে চাওয়া নেহাত বোকামি।

     #ভালোবাসতেযদি 
#yqdada 
#collab 
#poem 
#yqbaba 
#বাংলা 
#নদী 
#পারমিতাদে