Nojoto: Largest Storytelling Platform

সাগর পাড়ে সন্ধ‍্যা এলে, ম্লান আলোয় পাখা মেলে; ফেরে

সাগর পাড়ে সন্ধ‍্যা এলে,
ম্লান আলোয় পাখা মেলে;
ফেরে পাখি আপন নীড়ে।
আর কতো কাজ করবে বলো মাঝি!
ঘরে ফেরার, কত সময় বাকি?
আসবে কখন ঘাটের পারে!
কত জোড়া চোখ আছে,
অপেক্ষায়;তোমায় দেখার তরে।
গোধূলির শেষ আলোটির মতো যেওনা মিশে-
নিরুদ্দেশে, আঁধারে তরী বেয়ে।
 আজকে লিখে ফেল ১০ লাইনের একটি কবিতা 


একজন একটিই মাত্র Collab করবে আর 
Collab e রেখ #zindegiofficial

লেখা দেওয়ার শেষ সময় আগামীকাল সকাল ১০ টা
ফলাফল ঘোষণা হবে আগামীকাল ১২ টার সময় ।
সাগর পাড়ে সন্ধ‍্যা এলে,
ম্লান আলোয় পাখা মেলে;
ফেরে পাখি আপন নীড়ে।
আর কতো কাজ করবে বলো মাঝি!
ঘরে ফেরার, কত সময় বাকি?
আসবে কখন ঘাটের পারে!
কত জোড়া চোখ আছে,
অপেক্ষায়;তোমায় দেখার তরে।
গোধূলির শেষ আলোটির মতো যেওনা মিশে-
নিরুদ্দেশে, আঁধারে তরী বেয়ে।
 আজকে লিখে ফেল ১০ লাইনের একটি কবিতা 


একজন একটিই মাত্র Collab করবে আর 
Collab e রেখ #zindegiofficial

লেখা দেওয়ার শেষ সময় আগামীকাল সকাল ১০ টা
ফলাফল ঘোষণা হবে আগামীকাল ১২ টার সময় ।