Nojoto: Largest Storytelling Platform

বাবা, ছোটবেলায় সেই যে কবর কিংবা পুরাতন ভৃত্য কবিতা

বাবা,
ছোটবেলায় সেই যে কবর কিংবা পুরাতন ভৃত্য কবিতা শোনা নিত্য হয়ে উঠেছিল।
আজও তোমার পাশে শুয়ে একটু আধটু চাই তুমি আবার শুরু করো,
"ভূতের মতন চেহেরা যেমন নির্বোধ অতিঘোর
যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর।"

কিংবা
"তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি  
 যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি।"
--কবর
  
জীবনের সৌন্দর্য বুঝিয়েছ, তোমার কাছ থেকে বই পড়ার অভ্যাস টা আংশিক পেয়েই আমি ধন্য বাবা।
মাঝে মাঝে খুব অভিমান হয়,রাগ হয়।
কিন্তু পরক্ষনেই যখন বুঝি তুমি চরম সত্য,তখন ঋণী হয়ে যায়।

©Rafat Ahmed #rafat

#foryoupapa
বাবা,
ছোটবেলায় সেই যে কবর কিংবা পুরাতন ভৃত্য কবিতা শোনা নিত্য হয়ে উঠেছিল।
আজও তোমার পাশে শুয়ে একটু আধটু চাই তুমি আবার শুরু করো,
"ভূতের মতন চেহেরা যেমন নির্বোধ অতিঘোর
যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর।"

কিংবা
"তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি  
 যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি।"
--কবর
  
জীবনের সৌন্দর্য বুঝিয়েছ, তোমার কাছ থেকে বই পড়ার অভ্যাস টা আংশিক পেয়েই আমি ধন্য বাবা।
মাঝে মাঝে খুব অভিমান হয়,রাগ হয়।
কিন্তু পরক্ষনেই যখন বুঝি তুমি চরম সত্য,তখন ঋণী হয়ে যায়।

©Rafat Ahmed #rafat

#foryoupapa
rafatahmed4803

Rafat Ahmed

New Creator