Nojoto: Largest Storytelling Platform

Men walking on dark street #ভোট_দিয়ে_যা *********

Men walking on dark street #ভোট_দিয়ে_যা
*******************
এখন তো আমার হয়ে দান চেলে দ্যায় অন্যলোকে, 
ভোট দিতে গিয়ে শুনতে যে পাই, অ্যাই বাড়ি যা ভোট তোর হয়ে গেছে!

যাঃ বাবাঃ কখন দিলাম, কালি তো পাচ্ছিনা দেখতে
ওঃ কালি চাই! তবে কিছু মালকড়ি খসিয়ে দে আমাদের পাতে!
বেশি কথা কানে এলে ডান্ডাবাড়ি জুটবে রাতে 

গণতন্ত্র পান্ডুলিপি, ধূসর ছবির চিত্রহার,
গান্ডুরা সব মাইক ফাটিয়ে
মুন্ডু **কাটার**কী বাহার!
আহা এরই নাম গণতান্ত্রিক
সরকার! 

এইকটা দিন তোমার ঘরে দাঁত কেলিয়ে দুয়ারে সরকার,
তারপর কবরে বসে হিসেব কষো শূন্য ছাড়া রইলো কি আর!

মিঠে বুলির সাথে দেবে আকাশ থেকে চাঁদ পেড়ে,
ভোট মিটলে দেবে তোমায় গলাধাক্কা বেশ জোরে।

ভিক্ষে ভাতার চাদর মুড়ে বন্ধকীতে শিরদাঁড়া,
কাঁদুনি তবে গাইছো কেন
কোরাস গেয়ে জাগাও পাড়া!
*******************************
******
     #রত্না

©Ratna Das
  #Emotional
# ভোট_দিয়ে_যা_রত্না
ratnadas4988

Ratna Das

Bronze Star
New Creator
streak icon28

#Emotional # ভোট_দিয়ে_যা_রত্না #কবিতা

171 Views