Nojoto: Largest Storytelling Platform

কে রে তুই?কোথা থেকে এলি উড়ে? আর বসবি তো বোস একেবা

কে রে তুই?কোথা থেকে এলি উড়ে?
আর বসবি তো বোস একেবারে আমার কোল জুড়ে?
কেন? এতো বড় ছাদ,ঐ আম কাঁঠালের ডাল, পছন্দ হলোনা বুঝি?
পিট পিট করে তাকিয়ে আছিস যে ভারি
তোর মতো আগেও এসেছিল একটা,
দানা খেলো পানি খেলো তারপর বুঝলাম,ও ছিল মস্ত পাজি।
যতই তুই লেজ নাড়িস আর মন ভোলানোর চেষ্টা করিস
আমি কিন্তু পা দেবোনা ঐ ফাঁদে
আমার কোন দড়ি নেই, নেই কোন শিকল;
আছে কেবল ভালোবাসার আগল
জানি, তুইও পালিয়ে যাবি ফুরুৎ করে
আর তখন আমার বুক ভেসে যাবে কেঁদে।
পাথর দিয়ে বাঁধিয়ে নিয়েছি এই বুকটা,জড়াবোনা মিথ্যে মায়ায়
ঐ বাটিতে ছোলা আছে যত খুশি খা, তারপর উড়ে যা আকাশে
তোর ভালোবাসার বন্ধনে জড়াবি না আমায়। হঠাৎ করে এলেই কি জায়গা পাওয়া যায়?যদি জানতাম, নিশ্চিত ভরসা করা যায়;তাও নাহয় ঠিক ছিল। কিন্তু বিশ্বাসের মর্যাদা রাখেনা সবাই! তবু বিশ্বাস করতেই যে ইচ্ছে হয়, অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকাই যে ভালো; আমার তো তাই মনে হয়।



#উড়োপাখি 
#ইচ্ছেহয় 
#রাতের_কবিতা 
#বাংলা_কবিতা
কে রে তুই?কোথা থেকে এলি উড়ে?
আর বসবি তো বোস একেবারে আমার কোল জুড়ে?
কেন? এতো বড় ছাদ,ঐ আম কাঁঠালের ডাল, পছন্দ হলোনা বুঝি?
পিট পিট করে তাকিয়ে আছিস যে ভারি
তোর মতো আগেও এসেছিল একটা,
দানা খেলো পানি খেলো তারপর বুঝলাম,ও ছিল মস্ত পাজি।
যতই তুই লেজ নাড়িস আর মন ভোলানোর চেষ্টা করিস
আমি কিন্তু পা দেবোনা ঐ ফাঁদে
আমার কোন দড়ি নেই, নেই কোন শিকল;
আছে কেবল ভালোবাসার আগল
জানি, তুইও পালিয়ে যাবি ফুরুৎ করে
আর তখন আমার বুক ভেসে যাবে কেঁদে।
পাথর দিয়ে বাঁধিয়ে নিয়েছি এই বুকটা,জড়াবোনা মিথ্যে মায়ায়
ঐ বাটিতে ছোলা আছে যত খুশি খা, তারপর উড়ে যা আকাশে
তোর ভালোবাসার বন্ধনে জড়াবি না আমায়। হঠাৎ করে এলেই কি জায়গা পাওয়া যায়?যদি জানতাম, নিশ্চিত ভরসা করা যায়;তাও নাহয় ঠিক ছিল। কিন্তু বিশ্বাসের মর্যাদা রাখেনা সবাই! তবু বিশ্বাস করতেই যে ইচ্ছে হয়, অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে ঠকাই যে ভালো; আমার তো তাই মনে হয়।



#উড়োপাখি 
#ইচ্ছেহয় 
#রাতের_কবিতা 
#বাংলা_কবিতা