Nojoto: Largest Storytelling Platform

তোমার ঐ জানালাটার আর দোষ কি বল! আসবে বাতাস আসবে আ

তোমার ঐ জানালাটার 
আর
দোষ কি বল!
আসবে বাতাস আসবে আলো,
এরই মাঝে আসেই যদি প্রেম
তবে একটু খানি গোপনীতা মন্দ কি আর বলো ?
যে আসচে 
তারে আসতে দিও ,
মরীচিকা ভেবেও যদি আসি দ্বারে
আমার কথা ভেবেই না হয় এক পশলা বৃষ্টি উপহার দিও তারে !!
 চেষ্টা করলাম...😊😊
#রোদ্দুর #আলাপ #aalap  #YourQuoteAndMine
Collaborating with Saswati
তোমার ঐ জানালাটার 
আর
দোষ কি বল!
আসবে বাতাস আসবে আলো,
এরই মাঝে আসেই যদি প্রেম
তবে একটু খানি গোপনীতা মন্দ কি আর বলো ?
যে আসচে 
তারে আসতে দিও ,
মরীচিকা ভেবেও যদি আসি দ্বারে
আমার কথা ভেবেই না হয় এক পশলা বৃষ্টি উপহার দিও তারে !!
 চেষ্টা করলাম...😊😊
#রোদ্দুর #আলাপ #aalap  #YourQuoteAndMine
Collaborating with Saswati