Nojoto: Largest Storytelling Platform

যদি ধীর আমি হয়ে যাই , আর ভয় পেয়েও না পালাই । বু

যদি ধীর আমি হয়ে যাই ,
আর ভয় পেয়েও না পালাই ।
বুঝে নিও আমি শান্ত হতে চাই ! 

যদি দূরে চলে যায় দিন ,
সাতটা রং হয়ে যায় বেরঙিন ।
বুঝে নিও আমি শান্তিতে অম্লিন । 

যদি আবার ফিরতে না চাই ,
অজানা হয়েছে মোর ঠাই ।
বুঝে নিও আমি শান্ত হতে চাই ।

©Satanik Sil Slow 
ধীর

#poem 
#SAD 
#love
#Nojoto 
#2021
যদি ধীর আমি হয়ে যাই ,
আর ভয় পেয়েও না পালাই ।
বুঝে নিও আমি শান্ত হতে চাই ! 

যদি দূরে চলে যায় দিন ,
সাতটা রং হয়ে যায় বেরঙিন ।
বুঝে নিও আমি শান্তিতে অম্লিন । 

যদি আবার ফিরতে না চাই ,
অজানা হয়েছে মোর ঠাই ।
বুঝে নিও আমি শান্ত হতে চাই ।

©Satanik Sil Slow 
ধীর

#poem 
#SAD 
#love
#Nojoto 
#2021
sataniksil2455

Satanik Sil

New Creator