Nojoto: Largest Storytelling Platform

বাস্তবতা হৃদয় মন্থথিত গরল পান করে, আমি

          বাস্তবতা

হৃদয় মন্থথিত গরল পান করে,
আমি আজ বিষাক্ত প্রায়।
রুদ্ধ শ্বাস বদ্ধ জীবনে হায়
ব্যর্থতা ছাড়া আর কিছু নাই।
তবুও লড়ছি আমি অদৃষ্টের সাথে,
কেননা তবেই জীবন হবে পূর্ণ।
সমাজের সমস্ত অন্ধকার দূর করে,
এগিয়ে যাবো করবো অহংকার চূর্ণ।
 ভাবনা প্রবন  প্রানচ্ছল মনটি ও
কেমন যেন বর্ণহীন পুষ্পে পরিণত।
সময়ের কালচক্রে চেতনাও হয়েছে
সমাজের অভিশপ্ত ন্যায়-এর কাছে নত।


 Poetry#2#reality of life#your quotes#
          বাস্তবতা

হৃদয় মন্থথিত গরল পান করে,
আমি আজ বিষাক্ত প্রায়।
রুদ্ধ শ্বাস বদ্ধ জীবনে হায়
ব্যর্থতা ছাড়া আর কিছু নাই।
তবুও লড়ছি আমি অদৃষ্টের সাথে,
কেননা তবেই জীবন হবে পূর্ণ।
সমাজের সমস্ত অন্ধকার দূর করে,
এগিয়ে যাবো করবো অহংকার চূর্ণ।
 ভাবনা প্রবন  প্রানচ্ছল মনটি ও
কেমন যেন বর্ণহীন পুষ্পে পরিণত।
সময়ের কালচক্রে চেতনাও হয়েছে
সমাজের অভিশপ্ত ন্যায়-এর কাছে নত।


 Poetry#2#reality of life#your quotes#

Poetry2reality of lifeyour quotes#