"পালকের সূক্ষ্ম সূক্ষ্ম পাখনা, মিশে যায়,যেন বাতাসে দেখায় আয়না, কে যেন ছুটে যায়, দূরন্ত ঘূর্ণির মতো, সেও কি এখনো আগের মতো। প্রেমেতে যায়না যৌবন, চিরযৌবন ধরে রাখে, মনে প্রেম থাকে যতক্ষন"। #বাপি সরকার# #feather