Nojoto: Largest Storytelling Platform

মাঝরাত্রে ভেঙে যায় শান্তি, উঠি মেরুদণ্ড নিয়ে , শ

মাঝরাত্রে ভেঙে যায় শান্তি, উঠি মেরুদণ্ড নিয়ে ,
শাস্তি দিই নিজেকে , শরীর এলিয়ে যেতে চায় আবার –
অমান্য করে দিই ইচ্ছে সব, কত অভিশাপ লেগে যায় ভাগ্যে !

নতুন পাতা ঝড়ে যায় , একটা নিস্তব্ধতা —
কিন্তু বিশাল অন্ধ যন্ত্রনা বাম পাশে ।
আঙুলের ফাঁকে তােমার অনুভূতি অগ্রাহ্য করতে পারিনা,
ঘরের ভিতর একটা রাজনীতি –
আমার আর তোমার ফেলে রাখা স্মৃতিদের ।
প্রতারণা করে তারা , আমি এখন হেরে যাই ।
ভালবাসি তােমার জয় জয় গান শুনতে !

সন্ধ্যে নেমে আসতাে , প্রসাদ নেওয়ার নাম করে –
তােমার হাত ছুঁয়ে যেত আমার হাত !
পাশে ধুপকাঠি রাখি , সন্ধ্যে খেয়ে নেয় ...

.......................................

উবু হয়ে বসে থাকি , হৃত্স্পন্দন গুনি আঙুলে ,
শােনাে , তুমি কি আজও আমার শান্তি কামনা করাে ?  “ রাজনীতি ”
- শুভ সরকার। 
•
•
•
লেখা Draft -এ রাখা থাকে, আর নেই বোধহয় আগের মতো কলমে ধার ! ... 

Nikita Das 🍁... ধন্যবাদ তোমায়, ডেকে দেওয়ার জন্য .. :)
মাঝরাত্রে ভেঙে যায় শান্তি, উঠি মেরুদণ্ড নিয়ে ,
শাস্তি দিই নিজেকে , শরীর এলিয়ে যেতে চায় আবার –
অমান্য করে দিই ইচ্ছে সব, কত অভিশাপ লেগে যায় ভাগ্যে !

নতুন পাতা ঝড়ে যায় , একটা নিস্তব্ধতা —
কিন্তু বিশাল অন্ধ যন্ত্রনা বাম পাশে ।
আঙুলের ফাঁকে তােমার অনুভূতি অগ্রাহ্য করতে পারিনা,
ঘরের ভিতর একটা রাজনীতি –
আমার আর তোমার ফেলে রাখা স্মৃতিদের ।
প্রতারণা করে তারা , আমি এখন হেরে যাই ।
ভালবাসি তােমার জয় জয় গান শুনতে !

সন্ধ্যে নেমে আসতাে , প্রসাদ নেওয়ার নাম করে –
তােমার হাত ছুঁয়ে যেত আমার হাত !
পাশে ধুপকাঠি রাখি , সন্ধ্যে খেয়ে নেয় ...

.......................................

উবু হয়ে বসে থাকি , হৃত্স্পন্দন গুনি আঙুলে ,
শােনাে , তুমি কি আজও আমার শান্তি কামনা করাে ?  “ রাজনীতি ”
- শুভ সরকার। 
•
•
•
লেখা Draft -এ রাখা থাকে, আর নেই বোধহয় আগের মতো কলমে ধার ! ... 

Nikita Das 🍁... ধন্যবাদ তোমায়, ডেকে দেওয়ার জন্য .. :)
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator