Nojoto: Largest Storytelling Platform

#দেখা ।। শুভদীপ চক্রবর্তী জীবন নদীর দুই পাড়ের ব

#দেখা ।। শুভদীপ চক্রবর্তী 

জীবন নদীর দুই পাড়ের বন্ধ আছে দরজা
ওপার কহে 'হোক প্রতিবাদ', এপার কহে : ঘর যা -

ফেরার পথে লাশ হয়ে মেয়েটা কেনো ভাসছে, 
পায়ের তলে সরছে মাটি, আকাশ কেঁদে নামছে।

নদীর বুকে তুফান তুলে রক্ত এসে মিশছে, 
ঘড়ির কাঁটা উল্টো ঘুরে আদিম যুগও হাসছে। 

অসময়ে চোখে জল, বুঝি দেশমাতার কান্না - 
আমরা সবাই সবই দেখি, সেটা কি দেখতে পান না। #life
#দেখা ।। শুভদীপ চক্রবর্তী 

জীবন নদীর দুই পাড়ের বন্ধ আছে দরজা
ওপার কহে 'হোক প্রতিবাদ', এপার কহে : ঘর যা -

ফেরার পথে লাশ হয়ে মেয়েটা কেনো ভাসছে, 
পায়ের তলে সরছে মাটি, আকাশ কেঁদে নামছে।

নদীর বুকে তুফান তুলে রক্ত এসে মিশছে, 
ঘড়ির কাঁটা উল্টো ঘুরে আদিম যুগও হাসছে। 

অসময়ে চোখে জল, বুঝি দেশমাতার কান্না - 
আমরা সবাই সবই দেখি, সেটা কি দেখতে পান না। #life