Nojoto: Largest Storytelling Platform

The evil quotes লগ্নভ্রষ্টা বীথিকে বিয়ে করে ভাবত

The evil quotes  
লগ্নভ্রষ্টা বীথিকে বিয়ে করে ভাবতাম একটা মহান কাজ করেছি। কিন্তু সে ভুল ভাঙলো মাস আটেক পরেই যখন বীথি এক মৃত শিশু প্রসব করলো। আমি জানি ওই সন্তান আমার নয়। সুরক্ষিত মিলন ছিলো আমাদের। আমায় ঠকানোর জন্য ওকে কোনও দিন ক্ষমা করতে পারিনি...

একটা তিক্ত সম্পর্ক নিয়ে পাঁচ বছর একই ছাদের নিচে বাস করছি। এর একটা বিহিত দরকার। তাই দার্জিলিং বেড়াতে এসে খাদের কিনারায় বীথিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরের শয়তানটা জেগে উঠলো। শুধু আলতো একটা টোকা। ব্যস, সব খেল খতম। সুযোগের অপেক্ষায় ওর গা ঘেঁষে দাঁড়ালাম। ও কি বুঝলো কে জানে। হঠাৎ বলে উঠলো, "আমি যদি এখান থেকে ঝাঁপ দিই তাহলে তুমি মুক্তি পেয়ে যাও তাই না! আমরা কি পারিনা সবকিছু ভুলে নতুন করে আবার শুরু করতে?" ওর চোখের আকুতি দেখে নির্বাক আমি কপালে একটা আলতো চুমু এঁকে দিলাম... # মন
The evil quotes  
লগ্নভ্রষ্টা বীথিকে বিয়ে করে ভাবতাম একটা মহান কাজ করেছি। কিন্তু সে ভুল ভাঙলো মাস আটেক পরেই যখন বীথি এক মৃত শিশু প্রসব করলো। আমি জানি ওই সন্তান আমার নয়। সুরক্ষিত মিলন ছিলো আমাদের। আমায় ঠকানোর জন্য ওকে কোনও দিন ক্ষমা করতে পারিনি...

একটা তিক্ত সম্পর্ক নিয়ে পাঁচ বছর একই ছাদের নিচে বাস করছি। এর একটা বিহিত দরকার। তাই দার্জিলিং বেড়াতে এসে খাদের কিনারায় বীথিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরের শয়তানটা জেগে উঠলো। শুধু আলতো একটা টোকা। ব্যস, সব খেল খতম। সুযোগের অপেক্ষায় ওর গা ঘেঁষে দাঁড়ালাম। ও কি বুঝলো কে জানে। হঠাৎ বলে উঠলো, "আমি যদি এখান থেকে ঝাঁপ দিই তাহলে তুমি মুক্তি পেয়ে যাও তাই না! আমরা কি পারিনা সবকিছু ভুলে নতুন করে আবার শুরু করতে?" ওর চোখের আকুতি দেখে নির্বাক আমি কপালে একটা আলতো চুমু এঁকে দিলাম... # মন