Nojoto: Largest Storytelling Platform

— সত্যিটা কি, বলতে পারবে ? — ভালোবাসি । — এই আসকার

— সত্যিটা কি, বলতে পারবে ?
— ভালোবাসি ।
— এই আসকারা তে অনেক বার শুয়েছি ।
— শুতে চাইনা, তবে ?
— থাকতে চাই ।
— ওরাও ঠিক এটাই বলেছিল ।
— থেকেছিল কি ?
—নাহ্  !
—এবারও কি বিশ্বাস করেছিলে ?
— বিশ্বাস ছাড়া কিন্তু শরীর ভাগ করে নেওয়া যায়না।
— আবার ও বলতে পারি শরীরের ভাগ পেতে চাইনা, শুধুমাত্র বিশ্বাস টুকু করা য়ায় ?
— কঠিন, তবে বিশ্বাস টা না ভাঙলে বিশ্বাস না করারও কোনো কারণ দেখি না ।
— আচ্ছা, এমনটা করা কিন্ত মন্দ হবে না !
— কাজের মাঝে, কালকে দেখা করা হোক তবে,
আবদার রইলো কাজল টা একটু বেশী লাগিও ।
— গিটার টা আনবে ? সাথে কবিতা খাতা টা?
অনেক দিন গান আর কবিতা শোনা হয়না । #কাজেরমাঝে #yqdada #অনুভূতি_দের_শুভ  #yqbangla #collob
— সত্যিটা কি, বলতে পারবে ?
— ভালোবাসি ।
— এই আসকারা তে অনেক বার শুয়েছি ।
— শুতে চাইনা, তবে ?
— থাকতে চাই ।
— ওরাও ঠিক এটাই বলেছিল ।
— থেকেছিল কি ?
—নাহ্  !
—এবারও কি বিশ্বাস করেছিলে ?
— বিশ্বাস ছাড়া কিন্তু শরীর ভাগ করে নেওয়া যায়না।
— আবার ও বলতে পারি শরীরের ভাগ পেতে চাইনা, শুধুমাত্র বিশ্বাস টুকু করা য়ায় ?
— কঠিন, তবে বিশ্বাস টা না ভাঙলে বিশ্বাস না করারও কোনো কারণ দেখি না ।
— আচ্ছা, এমনটা করা কিন্ত মন্দ হবে না !
— কাজের মাঝে, কালকে দেখা করা হোক তবে,
আবদার রইলো কাজল টা একটু বেশী লাগিও ।
— গিটার টা আনবে ? সাথে কবিতা খাতা টা?
অনেক দিন গান আর কবিতা শোনা হয়না । #কাজেরমাঝে #yqdada #অনুভূতি_দের_শুভ  #yqbangla #collob
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator