কাগজের ন্যায় জীবনটাকে কেউ দেয় ছিঁড়ে, আবার কেউ ছিদ্র স্থানে রিফু করে সৌন্দর্যতায় ভরে। সেও আবার যাওয়ার কালে পূর্বের ন্যায় কিছু অংশকে দেয় ছিঁড়ে; ছিদ্র রিফুর মধ্যে থমকায় না তো জীবন, দাবানল সম অনুভূতিরা কেবল ত্যাগ করে জীবন। #দাবানল #challenge #yqdada #bengaliquotes #poetry #collab #yqdada #yqdidi