'অচেনা বৈশাখে' রোজ নতুন সকালে এত চেনা - তবু কেন থাকে চোখ মেলে ! এ যেন অন্য এক নতুন পৃথিবী ব্যবহারে - পোশাকে তার চোখে ফোটে ছবি। বৈশাখ মানে কৃষ্ণচূড়া - মাধবী সুবাস, রবীন্দ্র গানে গানে মাতাল বাতাস । কালবোশেখীর ছন্দে মনে, নতুন সৃষ্টির বার্তা দিয়ে তুফান তোলে , মনে বৃষ্টির । পঁচিশে' এবার 'রবি' শুধু মনে মনে শিহরণ জাগায় প্রাণে - ছন্দে - সুরে - গানে। জীবন আর প্রেম যেথা একই আবাসে, শরীরী - দূরত্বে কভু স'রে কী সে' পাশে ???... #অচেনাবৈশাখে #yqdada #challenge #রবীন্দ্রজয়ন্তী #রবীন্দ্রনাথ #rabindranathtagore #ভাবতীর্থ