Nojoto: Largest Storytelling Platform

"তুমি দেখো, আবার সব আগের মতো হয়ে যাবে।" এই যে কথাট

"তুমি দেখো, আবার সব আগের মতো হয়ে যাবে।" এই যে কথাটা আপাতদৃষ্টিতে ঠিক মনে হলেও আদতে তা হয় না। এই যেমন ধরো, আমাদের জীবন থেকে যখন প্রিয় মানুষগুলো হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যায়, তখন আমরা হয় দিশেহারা হয়ে পড়ি নয়তো এতটাই স্তব্ধ হয়ে যাই যে আশেপাশের কোনওকিছুই আমাদেরকে স্পর্শ করতে পারে না।  কয়েক মূহূর্তের জন্য কতকিছুই না ভেবে ফেলি, ওই মানুষটি ছাড়া আমি বা তুমি বাঁচব কি করে কিংবা আমার সাথেই বারবার এমনটা হয় কেন?? কিন্তু কিছুকাল পর সবটা আবার স্বাভাবিক হয়ে যায় আগের মতো। আমরাও থেমে থাকি না, এগিয়ে চলি প্রকৃতির নিয়ম মেনে। তবে আগের মতো সব স্বাভাবিক হতে থাকলেও ওই মানুষটার শূন্যস্থান কখনও ভরাট হয় না, কমতিটা রয়েই যায় আমাদের অলক্ষ্যে। জীবনে নতুন কোনও মানুষ এলে ও কেউ কারও জায়গা নিতে পারে না, বরং সেই নতুন মানুষটার স্থান 'শূন্যস্থান'এর পাশাপাশি কোথাও হয়। যার জন্য যতটুকু বরাদ্দ আমাদের মনের ভেতরে, তার প্রাপ্যটুকু তারই থাকে। আমরা খানিকটা ইচ্ছে করেই যেন এই সহজ ব্যাপারটা বোঝার চেষ্টা করি না কিংবা বুঝতেই চাই না। এভাবেই আমরা দিনের পর দিন মূহূর্তের পর মূহূর্ত কাটিয়ে দিই মন আর মস্তিষ্ককে বোকা বানিয়ে।।

                   © কেয়া রায় #shortnote 
#Life❤
"তুমি দেখো, আবার সব আগের মতো হয়ে যাবে।" এই যে কথাটা আপাতদৃষ্টিতে ঠিক মনে হলেও আদতে তা হয় না। এই যেমন ধরো, আমাদের জীবন থেকে যখন প্রিয় মানুষগুলো হঠাৎ করে আমাদের ছেড়ে চলে যায়, তখন আমরা হয় দিশেহারা হয়ে পড়ি নয়তো এতটাই স্তব্ধ হয়ে যাই যে আশেপাশের কোনওকিছুই আমাদেরকে স্পর্শ করতে পারে না।  কয়েক মূহূর্তের জন্য কতকিছুই না ভেবে ফেলি, ওই মানুষটি ছাড়া আমি বা তুমি বাঁচব কি করে কিংবা আমার সাথেই বারবার এমনটা হয় কেন?? কিন্তু কিছুকাল পর সবটা আবার স্বাভাবিক হয়ে যায় আগের মতো। আমরাও থেমে থাকি না, এগিয়ে চলি প্রকৃতির নিয়ম মেনে। তবে আগের মতো সব স্বাভাবিক হতে থাকলেও ওই মানুষটার শূন্যস্থান কখনও ভরাট হয় না, কমতিটা রয়েই যায় আমাদের অলক্ষ্যে। জীবনে নতুন কোনও মানুষ এলে ও কেউ কারও জায়গা নিতে পারে না, বরং সেই নতুন মানুষটার স্থান 'শূন্যস্থান'এর পাশাপাশি কোথাও হয়। যার জন্য যতটুকু বরাদ্দ আমাদের মনের ভেতরে, তার প্রাপ্যটুকু তারই থাকে। আমরা খানিকটা ইচ্ছে করেই যেন এই সহজ ব্যাপারটা বোঝার চেষ্টা করি না কিংবা বুঝতেই চাই না। এভাবেই আমরা দিনের পর দিন মূহূর্তের পর মূহূর্ত কাটিয়ে দিই মন আর মস্তিষ্ককে বোকা বানিয়ে।।

                   © কেয়া রায় #shortnote 
#Life❤
keyaroy8002

Keya Roy

New Creator