Nojoto: Largest Storytelling Platform

Period এই শব্দ টা আমাদের সবারই খুব পরিচিত একটা শব্

Period এই শব্দ টা আমাদের সবারই খুব পরিচিত একটা শব্দ। কিন্ত এই period নিয়ে অনেক মানুষের অনেক ভুল ধারণা আছে। Period হলে মেয়েরা অস্পৃশ্য হয়ে যায়, অনেকেই বলে ওই তোর period এই নিয়ে ঠাকুর ঘরে যাবি না, এটা করবি না, ওটা ধরবি না আরো কতো কি কথা, একবিংশ শতাব্দীতে এসে আজও মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা, অনেক কিছু পরিবর্তন হলেও , keypad mobile পরিবর্তে smart phone আসলেও ঘরে ঘরে tv, fridge, ac এসব থাকলেও fb,insta র যুগেও মানুষের মনে এই period নিয়ে অনেক ভুল ধারণা আজও আছে আমাদের সেই ভুল ধারণা বদলাতে হবে । Period এই সময় যে অনেকে ঠাকুর ঘরে যেতে দেয় না , আচ্ছা এটা কোন ধরনের নিয়ম ? অম্বুবাচী এই সময়ে স্বয়ং মা মহামায়া নিজে রজ‌‌স্বলা হয় ।তখন তো খুব মজা করে উৎসব পালন করা হয়। তাহলে একটা মেয়ের যখন পিরিওড হয় তখন কেনো তাকে ঠাকুর ঘরে যেতে দেওয়া হয় না? অনেক ছেলেরাই এই পিরিওড নিয়ে মেয়েদের হাসি ঠাট্টা করে আরে দাদা ভাই তোমাদের কেই বলছি এই পিরিওড না হলে না তোমরা এই যে মেয়ে দের নিয়ে যে ইয়ার্কি করছো এসব করার জন্য পৃথিবী তে জন্মাতে পারতে না । Period কিছুই না , এটা একটা প্রাকৃতিক নিয়ম যেটা যুগের পর যুগ ধরে চলে আসছে , যেটা মেয়ে থেকে মা হয়ে ওঠার এক এবং অদ্বিতীয় পর্যায়।

©Ankita Paul Period

#Pain
Period এই শব্দ টা আমাদের সবারই খুব পরিচিত একটা শব্দ। কিন্ত এই period নিয়ে অনেক মানুষের অনেক ভুল ধারণা আছে। Period হলে মেয়েরা অস্পৃশ্য হয়ে যায়, অনেকেই বলে ওই তোর period এই নিয়ে ঠাকুর ঘরে যাবি না, এটা করবি না, ওটা ধরবি না আরো কতো কি কথা, একবিংশ শতাব্দীতে এসে আজও মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা, অনেক কিছু পরিবর্তন হলেও , keypad mobile পরিবর্তে smart phone আসলেও ঘরে ঘরে tv, fridge, ac এসব থাকলেও fb,insta র যুগেও মানুষের মনে এই period নিয়ে অনেক ভুল ধারণা আজও আছে আমাদের সেই ভুল ধারণা বদলাতে হবে । Period এই সময় যে অনেকে ঠাকুর ঘরে যেতে দেয় না , আচ্ছা এটা কোন ধরনের নিয়ম ? অম্বুবাচী এই সময়ে স্বয়ং মা মহামায়া নিজে রজ‌‌স্বলা হয় ।তখন তো খুব মজা করে উৎসব পালন করা হয়। তাহলে একটা মেয়ের যখন পিরিওড হয় তখন কেনো তাকে ঠাকুর ঘরে যেতে দেওয়া হয় না? অনেক ছেলেরাই এই পিরিওড নিয়ে মেয়েদের হাসি ঠাট্টা করে আরে দাদা ভাই তোমাদের কেই বলছি এই পিরিওড না হলে না তোমরা এই যে মেয়ে দের নিয়ে যে ইয়ার্কি করছো এসব করার জন্য পৃথিবী তে জন্মাতে পারতে না । Period কিছুই না , এটা একটা প্রাকৃতিক নিয়ম যেটা যুগের পর যুগ ধরে চলে আসছে , যেটা মেয়ে থেকে মা হয়ে ওঠার এক এবং অদ্বিতীয় পর্যায়।

©Ankita Paul Period

#Pain
ankitapaul1776

Ankita Bag

New Creator