Nojoto: Largest Storytelling Platform

এক-রোখা গতিশীল বাস, ঘরে ফেরানোর দায়, ছোটে ! জানলা

এক-রোখা গতিশীল বাস, 
ঘরে ফেরানোর দায়, ছোটে !
জানলার ধারে বসে আমি, 
গোটা সূর্যের তাপ জোটে |
কান ভরা আনকোরা গান, 
হেডফোন ধরে বয়ে যায়, 
জানলার রোদেলা বাতাস 
চিরুনির চেষ্টা নেভায় !
অচেনা বাংলা গান যেন, 
ভাবনার গালে চুমু খায় !
ভাবনার শিরদাড়া জুড়ে, 
কতো শিহরণ বয়ে যায় !
জানি তুমি বসে আছো ঠিকই, 
অভিমানী বারান্দায় !
আনকোরা গান একে দেবো, 
কোনো নির্জন সন্ধ্যায় |
তোমারও শিরদাড়া দেখো, 
কাঁপবে আমার মতো প্রায়, 
সরোবর-জল যত কাঁপে !
নামহীন সেই সন্ধ্যায় !!!! Own Poetry..!!!!!
এক-রোখা গতিশীল বাস, 
ঘরে ফেরানোর দায়, ছোটে !
জানলার ধারে বসে আমি, 
গোটা সূর্যের তাপ জোটে |
কান ভরা আনকোরা গান, 
হেডফোন ধরে বয়ে যায়, 
জানলার রোদেলা বাতাস 
চিরুনির চেষ্টা নেভায় !
অচেনা বাংলা গান যেন, 
ভাবনার গালে চুমু খায় !
ভাবনার শিরদাড়া জুড়ে, 
কতো শিহরণ বয়ে যায় !
জানি তুমি বসে আছো ঠিকই, 
অভিমানী বারান্দায় !
আনকোরা গান একে দেবো, 
কোনো নির্জন সন্ধ্যায় |
তোমারও শিরদাড়া দেখো, 
কাঁপবে আমার মতো প্রায়, 
সরোবর-জল যত কাঁপে !
নামহীন সেই সন্ধ্যায় !!!! Own Poetry..!!!!!