Nojoto: Largest Storytelling Platform

বক্বক্ স্বাধীন দেশ স্বাধীন ম

                      বক্বক্
স্বাধীন দেশ স্বাধীন মানুষ বুদ্ধি তবুও বাঁধা
উহাই সত্য কহেন যা রাজনৈতিক দিদি/দাদা।
সরকারী স্কুল বন্দি এদেশে চাল আলু নুন তেলে
শিক্ষা হোক না হোক ডিগ্রি হেথায় মূল্য দিয়ে মেলে।
ডাক্তাররা পুতুল নাচে, নাচায় পিশাচের দল
এক সুযোগেই কেড়ে নিতে পারে সবটুকু সম্বল। 
পুলিশের লাঠি কাঁপে থরথর দেখলে নেতার শিষ্য
কাঙালের আগে মহারাজ সে, পদানত সমগ্র বিশ্ব ।
সংবিধানে আছে জানি, সবার সমান অধিকার,
দুঃখের কথা গরীব আজ‌ও পায় না ন্যায়বিচার।
পরাধীনতায় এক ছিল সব ভারতের সন্তান
স্বাধীনতা পেয়ে হয়েছে এখন হিন্দু মুসলমান।
ধর্ম নিয়ে রাজনীতি আর ধর্মীয় আবদারে
দেশমাতৃকার বক্ষে আঘাত হানে বারেবারে।
তেরঙ্গাও বন্দি ঐ নীল লাল সাদা গেরুয়ায়
স্বাধীন দেশে জন্মে ওরা দেশটাই ভাঙতে চায়!
ধর্ম ভুলে কর্মে মাতো, দেশ যে প্রাণপ্রিয়
গর্বিত আমি - আমরা সবাই যে ভারতীয় ।
 #স্বাধীনতা #স্বাধীনতাররং #স্বাধীনতাএকপাখিরনাম #দেশ #ভারতবর্ষ #ভারতীয় #ভারতমাতা #বাংলা_কবিতা
                      বক্বক্
স্বাধীন দেশ স্বাধীন মানুষ বুদ্ধি তবুও বাঁধা
উহাই সত্য কহেন যা রাজনৈতিক দিদি/দাদা।
সরকারী স্কুল বন্দি এদেশে চাল আলু নুন তেলে
শিক্ষা হোক না হোক ডিগ্রি হেথায় মূল্য দিয়ে মেলে।
ডাক্তাররা পুতুল নাচে, নাচায় পিশাচের দল
এক সুযোগেই কেড়ে নিতে পারে সবটুকু সম্বল। 
পুলিশের লাঠি কাঁপে থরথর দেখলে নেতার শিষ্য
কাঙালের আগে মহারাজ সে, পদানত সমগ্র বিশ্ব ।
সংবিধানে আছে জানি, সবার সমান অধিকার,
দুঃখের কথা গরীব আজ‌ও পায় না ন্যায়বিচার।
পরাধীনতায় এক ছিল সব ভারতের সন্তান
স্বাধীনতা পেয়ে হয়েছে এখন হিন্দু মুসলমান।
ধর্ম নিয়ে রাজনীতি আর ধর্মীয় আবদারে
দেশমাতৃকার বক্ষে আঘাত হানে বারেবারে।
তেরঙ্গাও বন্দি ঐ নীল লাল সাদা গেরুয়ায়
স্বাধীন দেশে জন্মে ওরা দেশটাই ভাঙতে চায়!
ধর্ম ভুলে কর্মে মাতো, দেশ যে প্রাণপ্রিয়
গর্বিত আমি - আমরা সবাই যে ভারতীয় ।
 #স্বাধীনতা #স্বাধীনতাররং #স্বাধীনতাএকপাখিরনাম #দেশ #ভারতবর্ষ #ভারতীয় #ভারতমাতা #বাংলা_কবিতা

#স্বাধীনতা #স্বাধীনতাররং #স্বাধীনতাএকপাখিরনাম #দেশ #ভারতবর্ষ #ভারতীয় #ভারতমাতা #বাংলা_কবিতা