দামী যতই হাতঘড়ি থাকুক হাতের পরে, সময় তো সেই তার গতিতেই যায় বয়ে। রমরমা যতই হোক জীবনের জলসা ঘর, সমাপ্ত হলে জীবনের মেয়াদ,মৃত্যুর সাগরে; ভরাডুবি হবেই জীবনের জলসা ঘর। #কবিতাদিন২ #chellenge #yqdada #collab #poem #yqdada #yqdidi