Nojoto: Largest Storytelling Platform

কোথ থেকে এক পাখি এসে ধরল আমার হাত বলল অনেক কথা আছে

কোথ থেকে এক পাখি এসে ধরল আমার হাত
বলল অনেক কথা আছে তোর সাথে রে আজ,
ওমনি আমি দিলুম ছুট ওর হাত ধরে কোন খানে
সেই খানেতে পৌঁছে দেখি এক অন্য আবাস,
ভালোবেসে হেসে খেলেই আছে তারা বেশ।
পাখি এবার বলল কানে কানে,
চুপটি করে বস্ তুই এবার এইখানে
বাঁচার তাগিদ এখান থেকেই কুড়িয়ে নে মুঠো ভরে..
আবার কোনো এক মন খারাপের বেলা
আনব তোকে এইখানে অবেলায়
কুড়িয়ে নিবি ভালবাসা এক মুঠো করে..
বাঁচার তাগিদ একটু করে.. #bangla
কোথ থেকে এক পাখি এসে ধরল আমার হাত
বলল অনেক কথা আছে তোর সাথে রে আজ,
ওমনি আমি দিলুম ছুট ওর হাত ধরে কোন খানে
সেই খানেতে পৌঁছে দেখি এক অন্য আবাস,
ভালোবেসে হেসে খেলেই আছে তারা বেশ।
পাখি এবার বলল কানে কানে,
চুপটি করে বস্ তুই এবার এইখানে
বাঁচার তাগিদ এখান থেকেই কুড়িয়ে নে মুঠো ভরে..
আবার কোনো এক মন খারাপের বেলা
আনব তোকে এইখানে অবেলায়
কুড়িয়ে নিবি ভালবাসা এক মুঠো করে..
বাঁচার তাগিদ একটু করে.. #bangla