Nojoto: Largest Storytelling Platform

আমি লিখে দিতে পারি তোমার সাথে আমার যা যা অমিল সম্

আমি লিখে দিতে পারি 
তোমার সাথে আমার যা যা অমিল
সম্পর্কের ডালপালা ভিন্ন হলে
চোখে থাকতো ঘৃণা। জ্বর রঙা নীল...

আমি লিখে দিতে পারি
এসব তোমার কাছে জমাট। ভনিতা।
ভুল করে জেনে গেছি 
আমি মাশুল গুনি, আর ভাবি সততা।

আমি লিখে দিতে পারি
এ' সময় খুব কঠিন। দিন শেষে সবাই একা
পরিযায়ী শেকড় শুনে হাসে...
খোদাই আছে। যাপন "অতীত" থেকে টোকা। 😊
#piu_sangita #predestined #yqdada
আমি লিখে দিতে পারি 
তোমার সাথে আমার যা যা অমিল
সম্পর্কের ডালপালা ভিন্ন হলে
চোখে থাকতো ঘৃণা। জ্বর রঙা নীল...

আমি লিখে দিতে পারি
এসব তোমার কাছে জমাট। ভনিতা।
ভুল করে জেনে গেছি 
আমি মাশুল গুনি, আর ভাবি সততা।

আমি লিখে দিতে পারি
এ' সময় খুব কঠিন। দিন শেষে সবাই একা
পরিযায়ী শেকড় শুনে হাসে...
খোদাই আছে। যাপন "অতীত" থেকে টোকা। 😊
#piu_sangita #predestined #yqdada