Nojoto: Largest Storytelling Platform

নারী তুমি বাবার ছোট্ট চোখের মণি, নারী তুমি মায়ের

নারী তুমি বাবার ছোট্ট চোখের মণি,
নারী তুমি মায়ের তপস্যার চরম ফল।
কখনো তুমি আধার জীবনের,
কখনোবা তুমিই জন্ম নতুন জন্মের,
কখনো তুমি বন্ধুরপী কখনোবা আরাধ্য প্রেয়সী,
কখনো প্রিয়তমা স্ত্রী কখনো ‌বা দাসীরুপী বধূ,
মাতৃত্বে করুণাময়ী ,বৃদ্ধাকালে বোঝা,
কিন্তু প্রশ্ন,      এটাই কি তুমি?
না 
তুমি আদ‍্যাশক্তি তুমিই অগ্নিশিখা।
তাই পুরুষত্ত্ব তোমার দমনে প্রয়োগ করে শক্তি,
            শক্তিতেই সীমাবদ্ধ তাদের অস্ত্র ,    
              তারা অবুঝ           আদ‍্যা শক্তির জ্বলন্ত আভা
        প্রখর তেজ শক্তি থেকে তারা অনবগত ,                      
তাই চতুর্দিকে আজ জ্বলছে আগুন ,প্রকৃতি মায়ের আগুনে বিশ্ব জগৎ প্রায় পুড়ে ছাই
বাকিটুকুর শেষ প্রায় আগত।
নারী তুমি বাবার ছোট্ট চোখের মণি,
নারী তুমি মায়ের তপস্যার চরম ফল।
কখনো তুমি আধার জীবনের,
কখনোবা তুমিই জন্ম নতুন জন্মের,
কখনো তুমি বন্ধুরপী কখনোবা আরাধ্য প্রেয়সী,
কখনো প্রিয়তমা স্ত্রী কখনো ‌বা দাসীরুপী বধূ,
মাতৃত্বে করুণাময়ী ,বৃদ্ধাকালে বোঝা,
কিন্তু প্রশ্ন,      এটাই কি তুমি?
না 
তুমি আদ‍্যাশক্তি তুমিই অগ্নিশিখা।
তাই পুরুষত্ত্ব তোমার দমনে প্রয়োগ করে শক্তি,
            শক্তিতেই সীমাবদ্ধ তাদের অস্ত্র ,    
              তারা অবুঝ           আদ‍্যা শক্তির জ্বলন্ত আভা
        প্রখর তেজ শক্তি থেকে তারা অনবগত ,                      
তাই চতুর্দিকে আজ জ্বলছে আগুন ,প্রকৃতি মায়ের আগুনে বিশ্ব জগৎ প্রায় পুড়ে ছাই
বাকিটুকুর শেষ প্রায় আগত।