Nojoto: Largest Storytelling Platform

খুব করে যাকে ভালোবেসে ফেলে মন- তাকে না বলতে পারার

খুব করে যাকে ভালোবেসে ফেলে মন-
তাকে না বলতে পারার কষ্টটা কতটা যন্ত্রনাদায়ক!
বুঝবে না কোনদিন, কিছু মানুষ।

চিৎকার করে কান্না আসলেও___
কাঁদতে না পারার কষ্টটা কতটা ভয়ানক! 
বুঝবে না কোনদিন, কিছু মানুষ।

অসুখ, এত কঠিন অসুখে; আক্রান্ত কত -শত  মানুষ!
তবুও তারা মিষ্টি হাঁসিতে বিদায় দেবে দিনকে;
রাতের আঁধারে খুঁজবে ভালোবাসা, কাঁদবে একাকী আড়ালে!
প্রিয় মানুষ ছাড়া কত মানুষ,
রোজ-নামচায় মরতে মরতে বাঁচবে...।
জানবে না কোনদিন, সে মানুষ।


 #piccontest125

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি ছোটো কোট – ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest125 #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada #পারমিতা_দে
খুব করে যাকে ভালোবেসে ফেলে মন-
তাকে না বলতে পারার কষ্টটা কতটা যন্ত্রনাদায়ক!
বুঝবে না কোনদিন, কিছু মানুষ।

চিৎকার করে কান্না আসলেও___
কাঁদতে না পারার কষ্টটা কতটা ভয়ানক! 
বুঝবে না কোনদিন, কিছু মানুষ।

অসুখ, এত কঠিন অসুখে; আক্রান্ত কত -শত  মানুষ!
তবুও তারা মিষ্টি হাঁসিতে বিদায় দেবে দিনকে;
রাতের আঁধারে খুঁজবে ভালোবাসা, কাঁদবে একাকী আড়ালে!
প্রিয় মানুষ ছাড়া কত মানুষ,
রোজ-নামচায় মরতে মরতে বাঁচবে...।
জানবে না কোনদিন, সে মানুষ।


 #piccontest125

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি ছোটো কোট – ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest125 #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada #পারমিতা_দে