চারদিক করে আলোকিত। মন তবুও যেন আঁধার খোঁজে, ঝলমলে আলোর শহরেও মাঝে মাঝে, লোডশেডিং ভালো লাগে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! "আগলে রাখা আলো ।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।